শনিবার দুপুরে মিন্টো পার্ক সংলগ্ন একটি নামী বহুতলে আচমকাই দাউদাউ করে আগুন (Fire Breaks Out)! ছয় তলার এক অংশে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে (Fire Breaks Out)। পুড়ে ছাই হয়ে যায় তিনটি এসির আউটপুট, উড়ে যায় বাইরের দেওয়াল (Fire breaks out)! ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে।
নারকেলডাঙা, মেছুয়াবাজার, বড়বাজারের পর এবার শহরের বুকে আগুনে জেরবার মিন্টো পার্ক! স্থানীয়দের কথায়, একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের ছয় তলায় আগুন লাগে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান—এসিতে শট সার্কিট থেকে আগুন।
ভবনের ভিতরে কাজ করছিলেন বহু কর্মী। অগ্নি সনাক্তকারী যন্ত্রের অ্যালার্ম বেজে উঠতেই শুরু হয় হুড়োহুড়ি। সিঁড়ি বেয়ে নিচে নেমে অনেকে প্রাণে বাঁচেন। কেউ কেউ বুঝতেই পারেননি বাইরে কী ভয়াবহ কাণ্ড ঘটে গেছে!
ভবনের এক কর্মী জানান, “অফিসে বসে ছিলাম, হঠাৎ অ্যালার্ম বাজল। কিছু বুঝে ওঠার আগেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। বাইরে এসে দেখি কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক।”
সৌভাগ্যবশত, দমকল বাহিনী দ্রুত পদক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন উঠছে—শহরের বুকে এত ঘনঘন আগুন লাগছে কেন? কেন কমার্শিয়াল ভবনগুলোতে বারবার আগুন লেগেই চলেছে?
নিরাপত্তা ব্যবস্থায় কি বড়সড় ফাঁক থেকেই যাচ্ছে? প্রশাসনের কি এবার ঘুম ভাঙবে?
কলকাতা আবারও ভয়াল অগ্নিকাণ্ডের মুখোমুখি—এবার শুধু আগুন নিভলেই চলবে না, চাই জবাবদিহি!