আবার ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে (Fire breaks out)। প্লাস্টিক ও টায়ারের গুদামে বিধ্বংসী আগুন (Fire breaks out) ছড়িয়ে পড়ায়, বাইপাস সংলগ্ন গোটা এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায় (Fire breaks out)। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন (Fire breaks out) নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে (Fire breaks out) পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন আনা হয়। তবে আগুনের (Fire breaks out) তীব্রতা ও ধোঁয়ার ঘনত্বের কারণে দমকল কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়।
পুলিশ আশপাশের বাড়িগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখছে। আগুনের লেলিহান শিখায় কারখানার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিও পুড়ে ছাই হয়ে যায়। চোখের পলকে দাউদাউ করে জ্বলে ওঠে সেই লরি। সৌভাগ্যক্রমে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “অবস্থা খুব খারাপ, চারদিকে আগুন ছড়িয়ে গিয়েছে।”
আরেকজন বলেন, “এখানে একটা ট্রান্সফর্মার ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত, পরে তা আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ে।”
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ইঞ্জিন পাঠিয়েছি। কাজ চলছে। আমাদের দু’জন সিনিয়র অফিসার উপস্থিত হয়েছেন।” যেভাবে বেআইনিভাবে দাহ্য পদার্থ মজুত করা হচ্ছে, সেটা বড় চিন্তার বিষয়। আমরা তো বারবার মাইকিং করছি, মিটিং করছি, সতর্ক করছি। কিন্তু লাইসেন্স ছাড়াই প্লাস্টিক-টায়ার মজুত করা হচ্ছে। ওখানকার কাউন্সিলরের সঙ্গেও কথা হয়েছে। কর্পোরেশনকে বিষয়টি নজরে আনতে বলা হয়েছে।”