Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • “শহরের নিষিদ্ধ পল্লীর থেকেও খারাপ!” — সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যে থানায় তৃণমূল কাউন্সিলরের অভিযোগ!
রাজ্য

“শহরের নিষিদ্ধ পল্লীর থেকেও খারাপ!” — সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যে থানায় তৃণমূল কাউন্সিলরের অভিযোগ!

sukanta majumdar
Email :22

রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (Sukanta Majumdar)। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করলেন কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘নিষিদ্ধ পল্লী’র সঙ্গে তুলনা করে অবমাননাকর মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

ঘটনার সূত্রপাত শুক্রবার। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত (Sukanta Majumdar)। এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, যা ঘিরে বিতর্ক দানা বাঁধে। তিনি (Sukanta Majumdar) অভিযোগ করেন, রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যা শহরের নিষিদ্ধ পল্লীর থেকেও খারাপ। এই মন্তব্যকেই কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে শাসক দল তৃণমূল।

এরই প্রতিবাদে শনিবার সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বিরুদ্ধে কলকাতার বটতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর সুনন্দা সরকার। উল্লেখযোগ্যভাবে, তিনি (Sukanta Majumdar) নিজেই সেই নিষিদ্ধ পল্লী অঞ্চল হিসেবে পরিচিত এলাকাটির কাউন্সিলর। তাঁর দাবি, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীভাবে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি প্রতিবাদ জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছেও চিঠি পাঠিয়েছেন।

অন্যদিকে, সুকান্ত মজুমদারও  শুক্রবার ডায়মন্ড হারবারের ঘটনার পর সরব হয়েছিলেন রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অভিযোগ জানান যে, ডায়মন্ড হারবার এলাকায় বিজেপি কর্মীদের উপর বারবার হামলা চালানো হচ্ছে। এমনকি সুকান্ত নিজেও সেখানে হামলার মুখে পড়েছেন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।

এই ঘটনার জেরে দুই শিবিরের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে বিজেপি কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলছে, অন্যদিকে তৃণমূল নেত্রী থানায় অভিযোগ দায়ের করে সুকান্তর মন্তব্যকে ‘অপমানজনক’ বলে কড়া বার্তা দিচ্ছেন। এখন দেখার, এই ঘটনা রাজনৈতিক উত্তেজনায় আর কতটা ঘি ঢালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts