আগেও পিছিয়েছে। এবার ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন (Election Commission)। প্রথমে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই তারিখও আরও অন্তত ১০ দিন পিছিয়ে যেতে পারে। বুধবার রাতেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন (Election Commission)।
নির্বাচন কমিশনের মতে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব শুনানি প্রক্রিয়া শেষ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই আপত্তি ও শুনানির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছিয়ে যাবে (Election Commission)।
এর মধ্যেই শনিবার তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। আদালতের নির্দেশ মেনেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে। সূত্রের খবর, বাংলায় আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন। পাশাপাশি তথ্যগত অসঙ্গতি রয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের ক্ষেত্রে।
এই তালিকা পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙানো হবে। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা চাইলে প্রকাশের দিন থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে নিজেরা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আপত্তি জানাতে পারবেন।
ওয়াকিবহাল মহলের মতে, ২৪ তারিখ তালিকা প্রকাশের পর আপত্তি গ্রহণ এবং শুনানির জন্যই বেশ কিছুটা সময় লাগবে। সেই পুরো প্রক্রিয়া শেষ করতে করতে ৭ ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে যেতে পারে। তার প্রভাব পড়বে ১৪ ফেব্রুয়ারির দিনেও। ফলে ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।












