Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ED Raids: মেডিক্যালে ভয়াবহ দুর্নীতির জের, সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি
রাজ্য

ED Raids: মেডিক্যালে ভয়াবহ দুর্নীতির জের, সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি

Email :11

মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় ভর্তিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকালে ফের অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED Raids)। রাজ্যের মোট পাঁচটি স্থানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা (ED Raids)। মূলত দক্ষিণ কলকাতা, বালিগঞ্জ, নিউটাউন এবং রাজারহাট এলাকায় একযোগে এই অভিযান চলে (ED Raids)।

সকাল থেকেই দক্ষিণ কলকাতার কড়েয়া থানা এলাকার তারক দত্ত রোডে একটি বাড়িতে অভিযান চালায় ইডি। ওই বাড়িতে থাকেন আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বালিগঞ্জের একটি আবাসন এবং লেক মার্কেট সংলগ্ন বসন্ত রায় রোডের একটি ফ্ল্যাটেও চলে তল্লাশি। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের বাসিন্দা ইন্দ্রানী ঘোষ, যিনি কেপিসি মেডিক্যালে কর্মরত ছিলেন।

একই অভিযোগে রাজারহাট-নিউটাউনের সিই ব্লকের একটি বাড়িতেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। অভিযানে লক্ষ্য করা গিয়েছে, ২৮ নম্বর বাড়ির বাইরের দরজা বন্ধ থাকায় আধিকারিকদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সূত্রের খবর, ওই বাড়িতে থাকেন সৌরভ সাহা নামের এক ব্যক্তি, যিনি “এডুকেশন ওয়ার্ল্ড কোচিং সেন্টার” নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগ, টাকা নিয়ে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হত।

এর আগেও নিয়োগ দুর্নীতি, অর্থ কেলেঙ্কারিসহ একাধিক ইস্যুতে রাজ্যে অভিযান চালিয়েছে ইডি। এবার শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতিতে জড়িতদের খুঁজে বের করতেই এই নতুন অভিযান শুরু হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts