দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা নিয়ে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। কারণ, রাজ্য বিজেপির অন্যতম চাঞ্চল্যকর মুখ দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন—এই সভার জন্য তাঁকে কেউ আমন্ত্রণই করেননি। তবে দলের কর্মীদের ডাকে তিনি যাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝেই বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবেন বলে জানান (Dilip Ghosh)।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমাকে কেউ নিমন্ত্রণ করেনি। তবে দুর্গাপুরের কর্মীরা আমায় ডেকেছেন। বলেছেন, দিলীপ দা, আসুন, একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনব। তাই আমি যাচ্ছি কর্মী হিসেবেই। নেতা হিসেবে নয়। এখনও পর্যন্ত কেউ বলেনি, আমি মঞ্চে থাকব। তাই আমি সাধারণ মানুষের মধ্যেই থাকব।’’
তিনি (Dilip Ghosh) আরও যোগ করেন, ‘‘গত কয়েক বছর ধরেই আমি কর্মী হিসেবেই সভা-সমিতিতে যাই। এবারের ঘটনাও ঠিক তাই।’’ একইসঙ্গে দিলীপ ঘোষ দাবি করেন, আলিপুরদুয়ারের সভার ক্ষেত্রেও তাঁকে কেউ ডাকেননি, তাই যাননি। সেক্ষেত্রে টিভিতেই প্রধানমন্ত্রীকে শুনেছেন তিনি। তবে দুর্গাপুরে যেহেতু তিনি আগে প্রার্থী ছিলেন, তাই স্থানীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর সোজাসাপটা মন্তব্য, ‘‘দিলীপ (Dilip Ghosh) ঘোষ যেন বিশ্বকাপ জিতে ফেলেছেন! আগে অমিত শাহের সভায় শুভেন্দু-সুকান্ত তাঁকে মঞ্চে ওঠার সুযোগ দেননি, আর এখন তিনি ফিরে আসছেন। এটা বিজেপির অন্দরমহলের লড়াই।’’
অন্যদিকে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাশে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘দিলীপ ঘোষ কি অন্য কোনও দলের নেতা? তিনি পার্টির সঙ্গেই ছিলেন, আছেন এবং থাকবেন।’’
দলীয় অন্তর্দ্বন্দ্ব, প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে আমন্ত্রণ বিতর্ক—সব মিলিয়ে দুর্গাপুরের সভার আগে বিজেপির ভেতরের টানাপোড়েন ফের প্রকাশ্যে এল।