আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (West Bengal DG)। তাঁর অবসরের পর নতুন ডিজি কে হবেন, তা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে এবার নতুন করে আইনি বিতর্ক শুরু হয়েছে। ইউপিএসসি-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন আইপিএস অফিসার রাজেশ কুমার (West Bengal DG)।
এর আগে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা ক্যাট নির্দেশ দিয়েছিল, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে ডিজি পদের জন্য প্রস্তাবিত আধিকারিকদের নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে (West Bengal DG)। পাশাপাশি ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-কে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র বৈঠক করতে হবে এবং ২৯ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্যানেল রাজ্য সরকারের হাতে তুলে দিতে হবে।
এই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার ২১ জানুয়ারি আটজন আইপিএস আধিকারিকের নাম ইউপিএসসি-কে পাঠায় (West Bengal DG)। নিয়ম অনুযায়ী, সেই তালিকা থেকে তিনজনের নাম বেছে রাজ্যকে পাঠানোর কথা ছিল ইউপিএসসি-র। কিন্তু তার আগেই ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এই সিদ্ধান্তকেই ক্যাটের নির্দেশ অমান্য বলে দাবি করে আদালত অবমাননার মামলা করেছেন রাজেশ কুমার।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে রাজেশ কুমার ক্যাটে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের প্রস্তাবিত নামের তালিকা থাকা সত্ত্বেও ইউপিএসসি-র এক বৈঠকে রাজীব কুমার, রাজেশ কুমার ও রণবীর কুমারের নাম বাদ দেওয়া হয়। ইউপিএসসি দাবি করেছিল, এই তিন আধিকারিকের চাকরির মেয়াদ খুব বেশি দিন বাকি নেই।
তবে রাজেশ কুমারের পাল্টা দাবি, যখন ডিজি মনোজ মালব্য অবসর নেন, তখন তাঁদের চাকরির মেয়াদ অনেকটাই বেশি ছিল। সেই কারণেই ইউপিএসসি-র সিদ্ধান্তকে তিনি অন্যায় বলে দাবি করেছেন। ডিজি নিয়োগ ঘিরে এই আইনি টানাপড়েনে রাজ্য পুলিশের শীর্ষপদে অনিশ্চয়তা আরও বেড়েছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।









