Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Deadbody: পরনে সালোয়ার-কামিজ, মুখে ব্রাউন টেপ! ট্রলিব্যাগে মিলল যুবতীর দেহ
রাজ্য

Deadbody: পরনে সালোয়ার-কামিজ, মুখে ব্রাউন টেপ! ট্রলিব্যাগে মিলল যুবতীর দেহ

Email :15

নিশুতি কলকাতার শহরতলিতে ফের চাঞ্চল্য (Deadbody)। আবর্জনার স্তূপে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ ঘিরে রহস্যের জাল (Deadbody)। মঙ্গলবার সকালে বাগুইআটি থানা এলাকার একটি নর্দমা থেকে উদ্ধার করা হয় সেই সন্দেহজনক ব্যাগ (Deadbody)। খুলতেই চমকে উঠলেন পুলিশকর্মীরা—ভিতরে মিলল এক অজ্ঞাতপরিচয় যুবতীর মৃতদেহ (Deadbody)।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রথম ব্যাগটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তবে তা আবর্জনার সঙ্গেই ফেলা হয়েছে বলে ধরে নিয়ে কেউ বিশেষ গুরুত্ব দেননি। মঙ্গলবার সকালে এক সংবাদপত্র বিক্রেতার চোখে পড়ে ব্যাগটি, তিনিই স্থানীয় এক বাসিন্দাকে জানালে পুলিশে খবর যায়।

ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বাগুইআটি থানার পুলিশ। ট্রলি ব্যাগটি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে একজন যুবতীর নিথর দেহ। পরনে সালোয়ার কামিজ, খোলা চুল, মুখটি শক্ত করে বাঁধা ব্রাউন টেপ দিয়ে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করে দেহ লোপাটের উদ্দেশ্যেই এমনভাবে ফেলে রাখা হয়েছে মৃতদেহটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এখনও পর্যন্ত তাঁর নাম বা পরিচয় জানা যায়নি। কে বা কারা এই ঘটনায় জড়িত, তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনার সঙ্গে ফেব্রুয়ারি মাসে আহিরীটোলায় ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহের ঘটনার মিল খুঁজে দেখছে তদন্তকারী দল। শহরের বুকে ফের এমন রোমহর্ষক খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts