Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • “ব্যাঙ্ক ম্যানেজার” পরিচয়ে হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা, গার্ডেনরিচে তাণ্ডব
রাজ্য

“ব্যাঙ্ক ম্যানেজার” পরিচয়ে হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা, গার্ডেনরিচে তাণ্ডব

cyber fraud case
Email :1

কলকাতা ফের কেঁপে উঠল জামতাড়ার প্রতারণা চক্রে (Cyber Fraud)। এক নামী বেসরকারি ব্যাঙ্কের নকল ওয়েবসাইট বানিয়ে শহরের বুকে চালানো হচ্ছিল ভয়াবহ প্রতারণা (Cyber Fraud)। নিজেদের ‘কাস্টমার কেয়ার’ পরিচয় দিয়ে সহজ সরল গ্রাহকদের টার্গেট করে কোটি টাকার কারবার ফেঁদে বসেছিল গ্যাং। এবার সেই চক্রে ফেঁসে গেলেন গার্ডেনরিচের এক যুবক। অভিযোগ, এক ক্লিকে খোয়া গেল ১ লক্ষ ১৮ হাজার টাকা (Cyber Fraud)!

ঘটনার সূত্রপাত ১১ জুলাই। গার্ডেনরিচের বাসিন্দা সন্দীপ কুমার আগরওয়াল একটি পরিচিত বেসরকারি ব্যাঙ্কের ওয়েবসাইট ভেবে একটি লিংকে ঢোকেন (Cyber Fraud)। সাইটে দেওয়া ‘হেল্পলাইন নম্বরে’ ফোন করতেই অপরপ্রান্তে থাকা এক ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেয়। এরপর হোয়াটসঅ্যাপে একটি অভিযোগ জানানোর লিঙ্ক পাঠানো হয় তাঁকে (Cyber Fraud)। সেখানেই ক্লিক করতেই ঘটে সর্বনাশ। মুহূর্তে হ্যাক হয়ে যায় সন্দীপের মোবাইল। কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে একাধিকবার লেনদেন করে তুলে নেওয়া হয় ১ লক্ষ ১৮ হাজার ৪১০ টাকা।

১৮ জুলাই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল (SIT)। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—কলকাতা এবং জামতাড়া মিলিয়ে একটি সুসংগঠিত প্রতারণা চক্র চলছে, যারা এই টাকা দিয়ে দামি ইলেকট্রনিক গ্যাজেট কিনে তা শহরের নানা প্রান্তে বিক্রি করে দিচ্ছে।

শনিবার গভীর রাতে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ চার জনকে গ্রেফতার করে। ধৃতরা হল মহম্মদ আরিফ খান, রাজা হাতি, মহম্মদ আহসান আলি ও বিকাশ কুমার। প্রথম তিনজন কলকাতার বাসিন্দা হলেও বিকাশের বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলায়। পার্ক স্ট্রিট এলাকা থেকে ধরা পড়ে সে।

তল্লাশিতে উদ্ধার হয় চমকপ্রদ সংখ্যক জিনিস—৩৯টি মোবাইল ফোন, আটটি পাওয়ার ব্যাঙ্ক, তিনটি দামি হাতঘড়ি, একটি স্কুটি, নগদ ২.৫ লক্ষ টাকা-সহ নানা ইলেকট্রনিক গ্যাজেট। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত জিনিসের আনুমানিক মূল্য ১৫ থেকে ১৭ লক্ষ টাকা।

এই প্রতারণা চক্রে আর কারা জড়িত, কতদূর বিস্তৃত তাদের নেটওয়ার্ক, তা জানতেই এখন জোরকদমে চলছে জিজ্ঞাসাবাদ।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts