রাজ্যের সঙ্গে সংঘাতের কারণে বারবার শিরোনামে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি। সেই রাজ্যপালকেই এবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যপালের উদ্দেশে একটি ই-মেল পাঠানো হয়েছে, যেখানে লেখা রয়েছে, ‘Will Blast Him’। এই হুমকির মেল পাওয়ার পরই রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই হুমকির মেলটি আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এরপরই রাতের মধ্যেই রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। বর্তমানে রাজ্য পুলিশ এবং সিআরপিএফ মিলিয়ে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সূত্রের খবর, এই প্রথম নয়, আগেও রাজ্যপালকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতেও রাজ্যপাল একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় হাঁটবেন। তাঁর বক্তব্য, কলকাতার সাধারণ মানুষের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁরাই তাঁকে নিরাপত্তা দেবেন। উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বারবার প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের উন্নতির জন্য কী কী প্রয়োজন, তা তুলে ধরে একটি ইস্তেহারও প্রকাশ করেন তিনি। রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে গত কয়েক বছরে তিনি যা দেখেছেন ও বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।
রাজ্যের সঙ্গে সংঘাতের কারণে বারবার শিরোনামে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি। সেই রাজ্যপালকেই এবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যপালের উদ্দেশে একটি ই-মেল পাঠানো হয়েছে, যেখানে লেখা রয়েছে, ‘Will Blast Him’। এই হুমকির মেল পাওয়ার পরই রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই হুমকির মেলটি আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এরপরই রাতের মধ্যেই রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। বর্তমানে রাজ্য পুলিশ এবং সিআরপিএফ মিলিয়ে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সূত্রের খবর, এই প্রথম নয়, আগেও রাজ্যপালকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতেও রাজ্যপাল একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় হাঁটবেন। তাঁর বক্তব্য, কলকাতার সাধারণ মানুষের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁরাই তাঁকে নিরাপত্তা দেবেন। উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বারবার প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের উন্নতির জন্য কী কী প্রয়োজন, তা তুলে ধরে একটি ইস্তেহারও প্রকাশ করেন তিনি। রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে গত কয়েক বছরে তিনি যা দেখেছেন ও বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।










