কাটমানি নিয়ে বিবাহিতদের রূপশ্রীর টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের (TMC Leader) বিরুদ্ধে। অভিযোগ এনেছেন গ্রামবাসীদের একাংশ (TMC Leader)। তাঁরা অভিযোগ জানিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারকে চিঠি (TMC Leader) দিয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ প্রধান (TMC Leader) ২০ জন বিবাহিত মহিলাকে কাটমানির বিনিময়ে রূপশ্রীর টাকা পাইয়ে দিয়েছেন। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান (TMC Leader) সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি (TMC Leader) জানিয়েছেন, তাঁর সই জাল করে এই কাজ করা হয়েছে।
বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ২ নম্বর পঞ্চায়েতের গ্রামবাসীদের একাংশ পঞ্চায়েক প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, কাটমানি নিয়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত শংসাপত্র দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আর সেই শংসাপত্র দেখিয়ে ২০ জন মহিলা রূপশ্রীর সুবিধা পেয়েছেন। রূপশ্রী প্রকল্পের অধীনে ওই মহিলারা ২৫ হাজার টাকা করে পেয়েছেন। শুধু তাই নয়, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, রূপশ্রীর টাকা পেতে মহিলারা ভুয়ো বিয়ের কার্ড ছাপিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, আগেই তাঁরা অভিযোগ বিডিওয়ের কাছে করেছিলেন। কিন্তু সেই অভিযোগে কোনও কাজ হয়নি। তাই গ্রামবাসীদের একাংশ বাধ্য হয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, পঞ্চায়েত প্রধান গত কয়েক বছরে এই দুর্নীতি করছেন। গত কয়েক বছরে প্রায় ২০ জন মহিলাকে এই সুবিধা পাইয়ে দিয়েছেন। যদিও পঞ্চায়েত প্রধান তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর সই জাল করে এই কাজ করা হয়েছে। অন্যদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, তিনি গ্রামবাসীদের একাংশের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রধান ও প্রকল্পের সুবিধাভোগীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।