সাতসকালেই ফের অ্যাকশনে সিবিআই (CBI)। ব্যাঙ্ক প্রতারণা মামলায় নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে ভোর থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নিউ টাউন-সহ রাজ্যের আরও কয়েকটি জায়গাতেও একযোগে অভিযান শুরু হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে এই তল্লাশি (CBI)।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে বলে নির্দিষ্ট কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের (CBI)। সেই তথ্যের ভিত্তিতেই এদিন ভোরে নিউ আলিপুরের ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। পাশাপাশি নিউ টাউন এবং রাজ্যের অন্যান্য জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে।
মূলত প্রতারণার মাধ্যমে পাওয়া টাকা কোথায় গিয়েছে, সেই অর্থের গতিপথ খুঁজে বের করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে সিবিআইয়ের মোট পাঁচটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে তল্লাশির সময় ইডি আধিকারিকদের বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ ওঠে (CBI)। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে কারণে এদিন সিবিআই অভিযানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যেখানে যেখানে তল্লাশি চলছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি চোখে পড়ছে।
সব মিলিয়ে ব্যাঙ্ক প্রতারণা মামলায় এই তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতেও নতুন করে উত্তেজনা ছড়াল।











