Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “মাকে দিয়ে সাদা কাগজে সই করানো হয়!” — সিবিআইকে দিলেন কাঁপানো বয়ান, নাম উঠল বিধায়ক-সহ ১৮ জনের
রাজ্য

“মাকে দিয়ে সাদা কাগজে সই করানো হয়!” — সিবিআইকে দিলেন কাঁপানো বয়ান, নাম উঠল বিধায়ক-সহ ১৮ জনের

CBI
Email :2

ভোট-পরবর্তী হিংসা মামলায় এবার বড়সড় মোড়। নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের বিস্ফোরক বয়ানকে কেন্দ্র করে নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, সাব-ইন্সপেক্টর রত্না সরকার এবং এক হোমগার্ডের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। ঘটনাটির গুরুত্ব এতটাই যে, গত ৩০ জুন শিয়ালদহ আদালতের এসিজেএম-এর কাছে এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় (CBI)।

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন কাঁকুড়গাছিতে নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার (CBI)। সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী এবং অভিজিৎ-এর দাদা বিশ্বজিৎ সিবিআইকে দেওয়া বয়ানে অভিযোগ করেন, তাঁর ভাইকে দুষ্কৃতীরা মারধর করে খুন করার পর, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থাকা অভিজিৎ-এর রক্ত ধুয়ে দেন থানার ওসি শুভজিৎ সেন। শুধু তাই নয়, প্রমাণ লোপাটে অভিযুক্তদের সহযোগিতা করেন বলেও তাঁর দাবি (CBI)।

বিশ্বজিৎ আরও জানান, পুলিশ কোনও ফরেনসিক নমুনা সংগ্রহ না করে উলটে ঘটনাস্থলে উপস্থিতদের দিয়ে প্রমাণ নষ্ট করিয়েছে। তাঁর মা–কে জোর করে সাদা কাগজে সই করিয়ে নেন সাব ইন্সপেক্টর রত্না সরকার। এইসব চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতেই চার্জশিটে জায়গা পেয়েছে তিনজন পুলিশকর্মীর নাম।

শুধু পুলিশ নন, চার্জশিটে রয়েছে আরও ১৫ জনের নাম। উল্লেখযোগ্যভাবে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও চার্জশিটে অন্তর্ভুক্ত হয়েছে।

প্রসঙ্গত, অভিজিৎ সরকার খুনের ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০২১ সালের ২৫ আগস্ট সিবিআই-এর হাতে যায়। গত সপ্তাহেই মামলার অন্যতম অভিযুক্ত অরুণ দে-কে গ্রেফতার করেছে সিবিআই। দীর্ঘ চার বছর ধরে পলাতক ছিলেন তিনি। এই মামলায় প্রাথমিক এফআইআর-এ ২০ জনের নাম ছিল, যার মধ্যে ১৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও ৫ জন পলাতক।

এদিকে, আরজি কর কাণ্ডে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করলেও, সিবিআই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি। কিন্তু অভিজিৎ সরকার হত্যায় এবার পুলিশ অফিসারদের নাম করেই কঠোর পদক্ষেপ নিয়েছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts