Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • জেলে গেলেন পুলিশের তিন শীর্ষকর্তা, তৃণমূল নেতারা রাডারে! অভিজিৎ খুনে গরম রাজ্য রাজনীতি!
রাজ্য

জেলে গেলেন পুলিশের তিন শীর্ষকর্তা, তৃণমূল নেতারা রাডারে! অভিজিৎ খুনে গরম রাজ্য রাজনীতি!

narkel danga police station
Email :4

অভিজিৎ সরকার খুনের মামলায় চাঞ্চল্যকর মোড়! নারকেলডাঙা থানার প্রাক্তন অফিসার-ইন-চার্জ (ওসি) শুভজিৎ সেন, সাব-ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত (CBI Court)। জামিনের আবেদন জানালেও বিচারক সেই আবেদন খারিজ করে দেন (CBI Court)।

সোমবার আদালতে এই মামলার শুনানিতে হাজির ছিলেন অভিযুক্তরা। এদিন বিচারক স্পষ্ট (CBI Court) মন্তব্য করেন, “রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে সমাজ কী করবে?”— যা শুনে আদালত চত্বরে উপস্থিত আইনজীবী মহলে একপ্রকার আঁচ করা যাচ্ছিল, জামিন পাওয়া হয়তো সম্ভব নয় এই তিনজনের পক্ষে।

উল্লেখ্য, অভিজিৎ খুনের মামলায় সম্প্রতি সিবিআই (CBI Court) একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়, যেখানে মোট ১৮ জনের নাম রয়েছে। সেই তালিকায় আছে তৎকালীন ওসি শুভজিৎ সেন (যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত), রত্না সরকার ও দীপঙ্কর দেবনাথের নাম। আদালত তাদের সশরীরে হাজিরার নির্দেশও দিয়েছিল। সেই অনুযায়ী সোমবার তাঁরা হাজির হন, কিন্তু জামিন মেলেনি।

তবে এই একই মামলায় আরও ছয় জন অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত (CBI Court)। অন্যদিকে, মামলার বাকি হেভিওয়েট অভিযুক্তদের প্রতি নজর বাড়ছে। রাজ্যের বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার কাউন্সিলর স্বপন সমাদ্দার ও তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষকে আগামী ১২ আগস্ট আদালতে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

এই মামলার প্রতিটি পর্বেই উঠে আসছে নয়া চমক। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে এই ঘটনা। পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে, তার প্রভাব পড়বে বৃহত্তর রাজনীতিতেও— এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts