রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে চরম দেরি—ফলে হতাশ ও উদ্বিগ্ন লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবক। এপ্রিল মাসে পরীক্ষার পর দীর্ঘ সময় কেটে গেলেও কেন এখনও ফলাফল প্রকাশিত হয়নি, তা নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি (Calcutta High Court) সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে রিপোর্ট তলব করেছে। আগামী ৭ আগস্টের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আদালত। জানানো হয়েছে, পরীক্ষার পর এতটা দেরি হওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন সর্বভারতীয় জেইই মেইনস, অ্যাডভান্সড এবং নিট ইউজি পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে এবং অন্যান্য রাজ্যগুলোতে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে (Calcutta High Court)।
এদিকে জয়েন্ট বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এর আগেই জানান, জুন মাসের ৫ তারিখেই ফল প্রকাশের জন্য বোর্ড প্রস্তুত ছিল। তবে আদালতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটিলতা তৈরি হওয়ায় ফল আটকে রাখা হয়। যদিও এই বিষয়ে সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।
এই অবস্থায় বহু পড়ুয়া বাধ্য হচ্ছেন অন্য রাজ্যের কলেজে ভর্তি হতে বা উচ্চ টিউশন ফি দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করতে। অভিভাবকদের একাংশ মনে করছেন, ফলাফল প্রকাশে এতটা অনিশ্চয়তা তৈরি হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন অনেকেই। আর সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। তাঁদের আবেদনের ভিত্তিতেই আদালতের এই কড়া পদক্ষেপ।