আজ, বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। কিন্তু শেষ মুহূর্তে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তা স্থগিত হয়ে গেল। সংরক্ষণ সংক্রান্ত মামলায় জটিলতা তৈরি হওয়ায়, আপাতত ফলপ্রকাশ বন্ধ রাখতে বলেছে আদালত (Calcutta High Court)।
ওবিসি ক্যাটাগরি নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে রাজ্য সরকার। তারা ওবিসি A এবং ওবিসি B নামে দুটি নতুন ক্যাটাগরির ভিত্তিতে ফল প্রকাশ করতে চায় (Calcutta High Court)। কিন্তু আদালতের স্পষ্ট প্রশ্ন, পুরনো মামলার প্রেক্ষিতে নতুন এই বিভাজন কীভাবে সম্ভব? বিচারপতির (Calcutta High Court) মতে, পুরনো ভর্তি বিজ্ঞপ্তির ভিত্তিতেই সংরক্ষণ দিতে হবে, যার সীমা ছিল ৭ শতাংশ। কিন্তু রাজ্য সরকার এখন চায় ১৭ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে। তাতেই আপত্তি জানায় আদালত।
বিচারপতি আরও মনে করিয়ে দেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায় অনুযায়ী সংরক্ষণের সীমা ৬৬ শতাংশের বেশি হওয়া উচিত নয়। সেই সীমা অতিক্রম করে যদি ওবিসি তালিকা তৈরি হয়, তবে তা গ্রহণযোগ্য নয় বলেই ইঙ্গিত দিয়েছে আদালত।
এদিকে রাজ্য সরকারের তরফে মোট ১৪০টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৭৬টি জাতি আগে কখনও তালিকাভুক্ত ছিল না। এই নতুন অন্তর্ভুক্তির পেছনে একটি সমীক্ষার কথা বলা হলেও, আদালত তাতে সন্তুষ্ট নয়। ৬৬টি আগের জাতির মধ্যে ৬৪টি ফের রাখা হলেও, বাকি ২টি জাতি নিয়ে এখনও সমীক্ষা চলছে। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বৃহস্পতিবার দুপুর ২টোর পর স্পষ্ট জানিয়ে দেয়, এই পরিস্থিতিতে ফল প্রকাশ করা যাবে না।
ফলে আগামী ৭ আগস্ট যে সম্ভাব্য ফলপ্রকাশের দিন ধার্য করা হয়েছিল জয়েন্ট বোর্ডের তরফে, তা নিয়েও তৈরি হল অনিশ্চয়তা। পরীক্ষাটি হয়েছিল ২৭ এপ্রিল, তিন মাস পার হয়ে গেলেও এখনও ফলাফল অজানা। এই বিলম্বে আতঙ্কিত পরীক্ষার্থীরা ও তাঁদের অভিভাবকরা।