কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মুখ্যমন্ত্রীর নির্দেশে রুফটপ রেস্তোরাঁ ভাঙার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি (Calcutta High Court) গৌরাঙ্গ কান্ত সোমবার এই নির্দেশ দেন, যা প্রকাশ্যে (Calcutta High Court) আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি।
কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ মন্তব্য করেছেন, “মুখ্যমন্ত্রী নিজেকে আইনের চেয়েও বড় ভাবতে শুরু করেছেন। তাঁকে মনে রাখতে হবে, দেশ সংবিধান ও আইন অনুযায়ী চলে, কারও ব্যক্তিগত নির্দেশে নয়।”
সজলবাবু আরও প্রশ্ন তোলেন, “রুফটপ রেস্তোরাঁগুলো সবরকম সরকারি লাইসেন্স, এমনকি ফায়ার লাইসেন্সও পেয়েছে। তা হলে পুরসভা বা সরকার কী দেখে এই লাইসেন্স দিয়েছে? যদি এতটাই বিপজ্জনক হয়ে থাকে, তাহলে আগে সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত প্রশাসনের।”
তিনি বলেন, “সারা দেশ ও বিশ্বে রুফটপ রেস্তোরাঁ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় উদ্ধারে সমস্যা হয়েছে—এই তথ্য মুখ্যমন্ত্রী কোথা থেকে পেলেন?”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভা শহরের বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ ভাঙার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একাধিক রেস্তোরাঁ মালিক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশে আপাতত সেই ভাঙার প্রক্রিয়া থেমে গেল।