Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তিলোত্তমার ঘরে যেতে পারলেন না মা-বাবা, আদালতের নিষেধাজ্ঞা ঘিরে ক্ষোভে ফুঁসছে জুনিয়র ডাক্তার মহল!
রাজ্য

তিলোত্তমার ঘরে যেতে পারলেন না মা-বাবা, আদালতের নিষেধাজ্ঞা ঘিরে ক্ষোভে ফুঁসছে জুনিয়র ডাক্তার মহল!

RG Kar
Email :1

তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় বড় ধাক্কা খেয়েছে তাঁর পরিবার। মেডিক্যাল কলেজের সেই ঘর (RG Kar)—যেখানে তরুণী চিকিৎসককে বর্বরভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল—ঘুরে দেখার আবেদন করেছিল তিলোত্তমার বাবা-মা (RG Kar)। কিন্তু সেই আবেদন বুধবার খারিজ করে দিল আদালত। শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডলের বেঞ্চ জানিয়ে দেয়, এই পর্যায়ে নিম্ন আদালতের পক্ষে এমন আবেদন মঞ্জুর করা সম্ভব নয়।

এই মামলায় তিলোত্তমার (RG Kar) পরিবার কলকাতা হাইকোর্টে প্রথমে আবেদন জানিয়েছিল। পরে হাইকোর্ট সেই আবেদন শুনে নির্দেশ দেয় শিয়ালদহ আদালতকে, যাতে তারা বিষয়টি নিষ্পত্তি করে। সেই অনুযায়ী বুধবার চলছিল শুনানি (RG Kar)।

শুনানিতে জানা যায়, সিবিআই এই আবেদন নিয়ে আপত্তি না জানালেও, রাজ্য সরকার এবং মামলার অভিযুক্তের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়। রাজ্যের আইনজীবীরা আদালতে বলেন, বিচারপ্রক্রিয়া শেষ হয়ে সাজা ঘোষণার পর এই ধরনের আবেদন আইনত অগ্রহণযোগ্য। তারা আরও দাবি করেন, যেহেতু হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদন এখনও ঝুলে আছে, তাই তদন্তকারী সংস্থা ছাড়া অন্য কারও ঘটনাস্থল পরিদর্শনের অধিকার নেই। পাশাপাশি, নিম্ন আদালতের এরকম বিষয়ে শুনানি করার এখতিয়ারও নেই বলে জানানো হয় (RG Kar)।

বিচারক অরিজিৎ মণ্ডল তাঁর পর্যবেক্ষণে বলেন, “আপনারা যে ঘটনাস্থল দেখতে চাইছেন, সেটা মানে আপনি মূলত প্যারালাল ইনভেস্টিগেশন চাইছেন। এই পর্যায়ে কোনও ব্যক্তিগত পক্ষকে বা নিরপেক্ষ ফরেনসিক দলকে অনুমতি দেওয়া যায় না। এই আবেদন এই আদালতের আওতায় পড়ে না। আপনারা চাইলে উচ্চ আদালতে যেতে পারেন।”

এছাড়াও বিচারক মন্তব্য করেন, “সিবিআই এই আবেদনের বিরুদ্ধে কোনও আপত্তি জানায়নি—এটা বোধগম্য নয়। অভিযুক্তের আইনজীবী এবং রাজ্যের পক্ষ একই ভাষায় কথা বলছে, এটা বিশেষভাবে লক্ষ্যনীয়।”

প্রসঙ্গত, ঠিক এক বছর আগে ৮ আগস্ট মেডিক্যাল কলেজে নিজের ডিউটির ঘরেই ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক তিলোত্তমা। সেই ঘটনায় রাজ্যজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একবছর পূর্ণ হতে চলেছে, কিন্তু বিচার এখনও অধরা। সেই কারণেই ফের পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগস্ট ফের শহরের রাস্তায় ‘তিলোত্তমার জন্য ন্যায়’ চেয়ে প্রতিবাদে শামিল হবেন তাঁরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts