Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Calcutta High Court: পথ কুকুরদের কোথায় ও কী খাওয়াতে পারবেন! হাইকোর্টের নির্দেশে নির্দেশিকা যাচ্ছে পুরসভাগুলোতে
রাজ্য

Calcutta High Court: পথ কুকুরদের কোথায় ও কী খাওয়াতে পারবেন! হাইকোর্টের নির্দেশে নির্দেশিকা যাচ্ছে পুরসভাগুলোতে

Calcutta_highcourt
Email :190

পথ কুকুরদের খাওয়াতে গিয়ে বার বার বিড়াম্বনায় পড়তে হয় পশুপ্রেমীদের (Calcutta High Court)। কিছু মানুষের আপত্তি, কুমন্তব্য তো রয়েছেই, কখনও পরিস্থিতি এমন হয়েছে হাতাহাতিতে পৌঁছে গিয়েছে। মামলা কলকাতা হাইকোর্টে গিয়েছে (Calcutta High Court)। ইতিমধ্যে হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যসরকার নির্দেশিকা জমা দিয়েছে। এবার সেই নির্দেশিকা পুরসভাতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সেই নির্দেশিকায় রয়েছে, পথ কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। শুধুমাত্র সেখানেই পথ কুকুরদের খাওয়ানো যেতে পারে। এর বাইরে অন্য কোথাও পথ কুকুরদের খাবার দেওয়া যাবে না। বিশেষ করে যেখানে ছোট শিশুরা খেলাধূলা করে বা সাধারণ মানুষ হাঁটাচলা করে, সেখানে পথকুকুরদের খাওয়ানো যাবে না। কারণ, সেখানে বিপদ হতে পারে। দেখতে হবে, পথ কুকুরদের খাওয়ানোর সময় ফুটপাথের অংশ যেন ছোট না হয়ে যায়।

বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই নির্দেশ যেন পুরসভাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এই নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে বলে কলকাতা হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়। শুধু নির্দিষ্ট জায়গায় পথকুকুরদের খাওয়ানোই নয়, সেই জায়গাটা কেমন রাখতে হবে, সেটাও নির্দেশিকায় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নির্দেশিকায় রয়েছে, একটি নির্দিষ্ট সময় পথ কুকুরদের খাওয়াতে হবে। পথ কুকুরদের খাওয়ানোর পর চারিদিক নোংরা করে রাখা যাবে না। যদি তা হয়, সেক্ষেত্রে পশুপ্রেমীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়াও পথকুকুরদের কী খাওয়ানো যেতে পারে, তা নির্দেশিকায় বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রুটি, আলুসেদ্ধ দেওয়া যেতে পারে কুকুরদের। সেই সঙ্গে সামান্য তেল ঘিও চলতে পারে। কুকুরদের রান্নায় হালকা হলুদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই মাছ মাংসের দোকান থেকে অবশিষ্ট অংশ সংগ্রহ করে বিশেষ ভাবে রান্না করে তা দেওয়া যেতে পারে। প্রয়োজনে কুকুরের খাবার বলে যে সমস্ত খাবার বাজারে কিনতে পাওয়া যায় সেগুলিও দেওয়া যেতে পারে। পথকুকুরদের উপযোগী নয় এমন খবর যেমন মিষ্টি, ফল বা এই ধরনের খাবার কোনওভাবেই দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts