Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Calcutta High Court: বিচারপতিরা মুখ ফিরিয়েছেন কেন! প্রশ্ন উঠছে মুর্শিদাবাদে বাবা-ছেলে হত্যা মামলায়
রাজ্য

Calcutta High Court: বিচারপতিরা মুখ ফিরিয়েছেন কেন! প্রশ্ন উঠছে মুর্শিদাবাদে বাবা-ছেলে হত্যা মামলায়

Calcutta_highcourt
Email :2

মুর্শিদাবাদের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের রহস্যজনক মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলায় তৈরি হল নতুন জট (Calcutta High Court)। একের পর এক বিচারপতি মামলা থেকে সরে দাঁড়ানোয় বেঞ্চ গঠনের প্রক্রিয়া বারবার বাধা পাচ্ছে (Calcutta High Court)। এবার বিচার প্রক্রিয়া (Calcutta High Court) থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন।

বৃহস্পতিবার এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন। ফলে ফের প্রধান বিচারপতির বেঞ্চে ফিরে গেল এই মামলার দায়িত্ব।

সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু পুলিশি নিষ্ক্রিয়তা ও অতিসক্রিয়তা সংক্রান্ত মামলার জন্য হাইকোর্টে পৃথক নির্ধারিত বেঞ্চ রয়েছে, তাই তাঁরা এই মামলা শুনবেন না। এর আগে তীর্থঙ্কর ঘোষও একই যুক্তিতে মামলা ছাড়েন।

গত এপ্রিল মাসে মুর্শিদাবাদের জাফরাবাদে অশান্তির আবহে নিহত হন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল, এবং পরে অতি সক্রিয় হয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয় এবং সিবিআই তদন্তের দাবি জানানো হয়।

তবে বিচারপতিরা একের পর এক সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠছে— কেন এই মামলায় বারবার বেঞ্চ বদল হচ্ছে? রাজনৈতিক স্পর্শকাতরতা, পুলিশের ভূমিকা ও তদন্ত চেয়ে জনমত তৈরির প্রেক্ষিতে হাইকোর্টের এই সিদ্ধান্ত আগামী দিনে মামলার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে বলে মনে করছেন আইনি মহল।

এখন নজর প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম-এর দিকে। তিনি কাকে এই মামলার পরবর্তী বিচারপতি হিসেবে দায়িত্ব দেন, সেটাই স্থির করবে তদন্তের গতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts