Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Calcutta High Court: রাজ্যে আক্রান্ত হচ্ছেন হিন্দু! অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি
রাজ্য

Calcutta High Court: রাজ্যে আক্রান্ত হচ্ছেন হিন্দু! অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি

Calcutta_highcourt
Email :10

রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ এবং রাজ্য মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সল্টলেকে কমিশনের দফতরের সামনে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা করেছে বিজেপি (Calcutta High Court)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১,০০০ কর্মী-সমর্থককে নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল (Calcutta High Court)। সেখানে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Calcutta High Court)।

তবে কলকাতা পুলিশ এই বিক্ষোভের অনুমতি দেয়নি বলে অভিযোগ। বিষয়টি সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তোলা হলে, মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। মঙ্গলবার এই মামলার শুনানি হতে চলেছে।

প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত ইস্যু ঘিরে বিগত মাসে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। বহু জায়গায় বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাটের অভিযোগ ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে জাফরাবাদে, যেখানে এক বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়। ওই ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে যান।

বিজেপির অভিযোগ, রাজ্যে বারবার হিন্দুদের টার্গেট করা হচ্ছে। অথচ মানবাধিকার কমিশন নীরব। তাই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চাইলেও বাধা দেওয়া হচ্ছে বলে দাবি। এই অবস্থান কর্মসূচির অনুমতির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts