দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক হাসিমুখে বসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিজেপির অন্দরে তীব্র প্রতিক্রিয়া (Dilip Ghosh)। কেউ তাঁকে (Dilip Ghosh) ‘নির্লজ্জ’ বলছেন, কেউ বা ‘ভোগী’। এমনকি, প্রাক্তন এই সাংসদের (Dilip Ghosh) ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দলেরই একাংশ। সাংসদ সৌমিত্র খাঁ-সহ একাধিক নেতা প্রকাশ্যে বা ঘুরিয়ে-ফিরিয়ে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণ করেছেন।
এই বিতর্কের মধ্যেই বঙ্গ বিজেপির অন্দর থেকে দলের নেতাদের উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়েছে—দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে হলে সংযম দেখাতে হবে। পারতপক্ষে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়াই শ্রেয়। আর যদি প্রয়োজন হয়, তাহলে দলের হয়ে মন্তব্য করবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
এই পরিস্থিতিতে শনিবার সৌমিত্র খাঁ ‘দিলীপ ইস্যু’কে কার্যত ‘চ্যাপটার ক্লোজ়’ বলেই ব্যাখ্যা করেছেন। অন্যদিকে, শমীক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে বলেন, “কে কী পোস্ট করছে, বা কারা জয় জগন্নাথ বলে নাচছেন, তা দেখে মনে করা উচিত নয় বিজেপি দুর্বল হয়ে পড়েছে। দল ২০২৬-এ তৃণমূলকে সরানোর লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।” তিনি আরও জানান, “এই ধরনের আচরণ নিন্দনীয়। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রত্যেক নেতার উচিত সতর্ক থাকা, তিনি যতই বড় মাপের হোন না কেন।”