প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ধৃত নেতাকে (Rakesh Singh) আদালতে তোলা হবে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওইদিন প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর চালানো হয়। কংগ্রেসের নেতাদের ছবি ও দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের ধারাবাহিক তদন্তে দেখা যায়, হামলার নেতৃত্বে ছিলেন রাকেশ সিং (Rakesh Singh) ও তাঁর দলবল। ঘটনার পরই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তবে রাকেশের খোঁজ পাওয়া যায়নি।
গত রবিবার রাতে পুলিশ রাকেশের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে তাঁর উপস্থিতি মেলেনি। এরপর তাঁর পুত্র শিবমকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সব তথ্য ও জিজ্ঞাসাবাদ শেষে রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর রাকেশ আড়ালে থেকে একটি ভিডিও বার্তায় পুলিশের ওপর হুমকি ছুঁড়ে দেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন। সেই ঘটনার দুদিনের মাথায় গ্রেপ্তার হন রাকেশ। এই ঘটনায় বিজেপির পক্ষ এখন প্রবল অস্বস্তিতে রয়েছে।