বিজেপির রাজ্য (BJP) সভাপতি পদে শমীক ভট্টাচার্যের অভিষেকের সঙ্গে সঙ্গেই বদলে গেল মুরলীধর সেন লেনের চেহারা। রাজ্য দফতরের প্রবেশদ্বারে সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সরিয়ে জায়গা পেয়েছেন নতুন সভাপতি শমীক নিজে (BJP) । কিন্তু বিস্ময় জাগিয়েছে আরেকটি বিষয়—সেইসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও।
এই ঘটনা ঘিরে সকাল থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিজেপি (BJP) কি তবে শুভেন্দুর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে? প্রশ্ন উঠতেই বিকেলে মুখ খুললেন শমীক ভট্টাচার্য (BJP) । একদিকে তিনি দলের অবস্থান স্পষ্ট করলেন, অন্যদিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসকেও।
আগে যেখানে বিজেপি (BJP) রাজ্য দফতরের প্রবেশপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি ছিল এক পাশে, অন্য পাশে ছিল সুকান্ত ও শুভেন্দুর ছবি—সেখানে এখন রয়েছে শুধু মোদী-নাড্ডা ও শমীকের ছবি। দফতরের ভেতরের সাংবাদিক বৈঠকের দেওয়ালেও শুভেন্দু-সুকান্তের ছবি গায়েব, জায়গা নিয়েছে শুধু বিজেপির প্রতীকের ব্যানার।
এই প্রসঙ্গে শমীক (BJP) বলেন, “নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়—এটাই আমাদের বার্তা। ব্যাকড্রপে শুধু দলীয় প্রতীকই তার প্রতিফলন।”
তবে শুভেন্দুর ছবি সরানো নিয়ে প্রশ্ন উঠতেই শমীকের মন্তব্যে যেন মজার ছলে তৃণমূলকে কটাক্ষ—“বিরোধী দলনেতা তো শুধু বিজেপির হৃদয়ে নয়, তৃণমূলের হৃদয়েও প্রতিষ্ঠিত। ওরা তো শুভেন্দুবাবুকে ছাড়া ঘুমাতে পারে না। সকালে উঠে, রাতে ঘুমোনোর আগে—সবসময় শুভেন্দু শুভেন্দু! উনি তো সবার মনে, তৃণমূলের মনেও!”
রাজনৈতিক মহল মনে করছে, শুভেন্দুর ছবি সরিয়ে দেওয়া নিয়ে বিতর্কে না জড়িয়েই কৌশলে বিষয়টি সামাল দিলেন শমীক। এবং বুঝিয়ে দিলেন, দলে নেতৃত্ব বদল মানেই দলের কাঠামো ও বার্তা দেওয়ার ধরনেও আসছে বদল।