এসএসসি ভবন অভিযান ঘিরে নতুন করে বিস্ফোরক দাবি করল পুলিশ। পুলিশের অভিযোগ, চাকরিহারা আন্দোলনকারীরা আগামী ১৮ অগস্ট হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করছে (Bidhannagar Police)। বিধাননগর পুলিশ কমিশনারেট দাবি করেছে, দুই চাকরিহারা শিক্ষকের ফোনালাপের অডিও তাদের হাতে এসেছে। সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া এবং সকেট বোমা ব্যবহারের মতো চাঞ্চল্যকর আলোচনা। পুলিশের বক্তব্য, এই প্রমাণ থেকেই বোঝা যাচ্ছে আন্দোলনকারীদের মধ্যে হিংসার পরিকল্পনা চলছে (Bidhannagar Police)।
একজন পুলিশকর্তা (Bidhannagar Police) সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা গোপন সূত্রে খবর পাই। তারপরে একটি রেকর্ডেড কনভারসেশন হাতে আসে। সেই রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে, অধিকার মঞ্চের দুই সদস্য নিজেদের মধ্যে আলোচনা করছেন। সেখানে একাধিক আপত্তিজনক কথা এবং হিংসাত্মক কর্মসূচির ইঙ্গিত পাওয়া গিয়েছে। আমরা এই অডিও সিজ করেছি।”
অন্যদিকে চাকরিহারা আন্দোলনকারীদের পক্ষ থেকে এই অভিযোগ একেবারেই অস্বীকার করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস বলেন, “অডিও ক্লিপে যে কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা আমার নয়। পুলিশের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” তাঁর দাবি, “আমরা ইতিমধ্যেই বিধাননগর ইস্ট, বিধাননগর নর্থ থানার পাশাপাশি পুলিশ কমিশনারকে লিখিত চিঠি দিয়ে জানিয়েছি যে ১৮ অগস্ট দুপুর ১২টায় করুণাময়ী মোড় থেকে মিছিল করে এসএসসি অফিসে যাব। বিকেল ৩টেয় এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনার সময়ও চেয়েছি।”
সুমন বিশ্বাস আরও বলেন, “আজ পুলিশ কমিশনারেট যেভাবে প্রেস কনফারেন্স করে আমাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগ তুলেছে, তার সঙ্গে আমরা কোনওভাবেই যুক্ত নই।”