Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কালীপুজোর সকালে গুলি! তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলা, মাথা ফাটাল দুষ্কৃতী! চাঞ্চল্য বিধাননগরে
রাজ্য

কালীপুজোর সকালে গুলি! তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলা, মাথা ফাটাল দুষ্কৃতী! চাঞ্চল্য বিধাননগরে

former councillor
Email :3

কালীপুজোর সকালে বিধাননগরে চাঞ্চল্যকর হামলা। গুলি চালিয়ে খুনের চেষ্টা করা হল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান বিধাননগর আইএনটিইউসি প্রেসিডেন্ট নির্মল দত্তকে (Bidhannagar Firing)। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দত্তাবাদের ওয়ার্ড অফিসে হামলার ঘটনা ঘটে। সকালবেলা কাজের খোঁজখবর নিতে গিয়েছিলেন নির্মলবাবু, সেই সময়ই এক দুষ্কৃতী গুলি চালায় তাঁর দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাপি জামা ও মুখে মাস্ক পরা এক যুবক হঠাৎই ওয়ার্ড অফিসে ঢুকে নির্মল দত্তকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়। সৌভাগ্যবশত দু’টি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় দুষ্কৃতী বন্দুকের বাঁট দিয়ে নির্মলবাবুর মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়েই বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নির্মল দত্ত বলেন, “সকাল ৭টা ২০ নাগাদ বাইপাসের কাছে কাজে যাচ্ছিলাম। হঠাৎ মুখোশধারী এক যুবক বন্দুক বের করে গুলি চালায়। দুটো গুলি মিস হয়। তৃতীয়বার গুলি চালানোর আগেই আমি ওকে ধরে ফেলি। তখনই বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারে। স্থানীয়রা বেরিয়ে আসতেই দুষ্কৃতী বেঙ্গল কেমিক্যালসের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ওখানে সিসিটিভি আছে, পুলিশ ফুটেজ দেখছে।”

তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলর আরও বলেন, “ওর মুখে মাস্ক ছিল, তাই চিনতে পারিনি। কিন্তু চোখ-মুখ এখনও মনে আছে। ৮-৯ মাস আগেও এ রকম হামলা হয়েছিল। আমি শুধু কাজ করি, তাতেই অনেকে খুশি নয়। আগে এই এলাকায় মদের ঠেক, গাঁজার আসর বসত, এখন আমি সব তুলে রাস্তাঘাট, আলো, জল চালু করেছি। তাই হামলার কারণ কাজই।”

দক্ষিণ বিধাননগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীর হদিস পেতে চেষ্টা চলছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। কালীপুজোর সকালে এমন গুলি চলার ঘটনায় আতঙ্কে দত্তাবাদ এলাকা (Bidhannagar Firing)।

স্থানীয়দের বক্তব্য, “নির্মলবাবু সকাল সকাল অফিসে আসেন, কাজ দেখেন। এমন লোকের ওপর এই হামলা বিশ্বাস করা যায় না।” ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগরে। এখন প্রশ্ন একটাই — কে বা কারা এমন হামলার ছক করল, এবং কেন?

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts