ভোরের দিকে হালকা ঠান্ডা হাওয়া, মনে হতে পারে শীত এসে পড়েছে দরজায় (Weather Update)। কিন্তু বাস্তবে এখনই শীত নয়, বরং ফের বৃষ্টি নামাতে আসছে নতুন নিম্নচাপ। আগামী ৩৬ ঘণ্টার মধ্যেই রাজ্যের আকাশে দেখা দেবে সেই নিম্নচাপের প্রভাব (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে (Weather Update), যা দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই সপ্তাহান্তে ফের বৃষ্টি নামবে রাজ্যজুড়ে। শুক্রবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে (Weather Update)। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে এর প্রভাব দেখা যাবে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার ছুটির দিনেই বৃষ্টি ভিজিয়ে দেবে কলকাতাকে (Weather Update)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের মতো পার্বত্য জেলাগুলিতেও। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার ভাইফোঁটার দিন আকাশ থাকবে পরিষ্কার। তার আগে কিংবা পরে তেমন কোনও বৃষ্টির আশঙ্কা নেই। গোটা বাংলাতেই থাকবে রোদঝলমলে আকাশ। সকালের দিকে কয়েকটি জেলায় হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিতে পারে।
এখনও পর্যন্ত শীত ঢোকার কোনও লক্ষণ নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে — শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। ফলে এখনই শীতের আমেজে ভরপুর সকাল নয়, বরং ফের নামতে চলেছে বৃষ্টি।