তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক যত ঘনিষ্ঠ হচ্ছে, তার মধ্যেই পশ্চিমবঙ্গের জন্য নতুন প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করল দল (Congress)। এই নতুন নেতৃত্বের তালিকায় বড় পরিবর্তন দেখা গেছে—সেখানে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নাম তালিকার একেবারে নিচের দিকে রাখা হয়েছে। জানা যাচ্ছে, বর্তমান প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি শুভঙ্কর সরকারের ঘনিষ্ঠ নেতারা এবার গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন।
নতুন করে ‘পলিটিক্যাল অ্যাফেয়ার্স’ নামে একটি কমিটি তৈরি হয়েছে, যা আগে ছিল না। এই কমিটিতে প্রথমে রয়েছেন গোলাম আহমেদ মীর, শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য এবং দীপা দাশমুন্সি (Congress)। তাঁদের পরেই অধীর চৌধুরীর নাম রাখা হয়েছে। শুধু এই কমিটি নয়, জেলা স্তর এবং অন্যান্য সংগঠনও নতুন করে সাজানো হয়েছে।
তবে অধীর চৌধুরীর অনুরোধে মুর্শিদাবাদ জেলা ভাঙা হয়নি। সেই জেলার সভাপতি হয়েছেন মনোজ চক্রবর্তী (Congress)। মালদহ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ ইশা খানকে। নদিয়া, উত্তর ২৪ পরগনা (গ্রামীণ), দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরকে ভেঙে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। আরও কয়েকটি জেলাকে ভাগ করা হয়েছে নতুন কাঠামোতে।
এছাড়া, এবার প্রথমবারের মতো ‘সম্পাদক (সংগঠন)’ নামের একটি দল তৈরি করা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেক নতুন মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল হয়েছিল ভয়াবহ—একটিও আসন পায়নি, বিধানসভায় তাদের কোনও প্রতিনিধি নেই। ফলে ২০২৬-এর ভোট কংগ্রেসের কাছে বড় লড়াই। তার ওপর, সম্প্রতি দিল্লিতে রাহুল গান্ধী এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আলাপচারিতা দেখে রাজ্যে কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে প্রদেশ কংগ্রেসের এই বড় পরিবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।