একই দিনে কলকাতার পর মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী (Bangladeshi Arrested)। মুর্শিদাবাদের জেলা পুলিশ সইদুল শেখ নামে বাংলাদেশের এক নাগরিককে (Bangladeshi Arrested) গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ধৃত দুই যুবক (Bangladeshi Arrested) দুই দালালের সাহায্যে ভারতে প্রবেশ করেছিল। মুর্শিদাবাদ পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত (Bangladeshi Arrested) দুই দালালকে গ্রেফতার করেছে। ধৃতরা বৈষ্ণবনগর ও রানিনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মাস খানেক আগে, মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকে পুলিশ ৪০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। তদন্তে জানা যায়, বাংলাদেশের ওই নাগরিকরা দক্ষিণভারতে কর্মরত ছিলেন। তাঁরা দলবেঁধে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন। অন্যদিকে, গত এক মাসে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৭০ জনের বেশি অবৈধ বাংলাদেশী শরণার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে এক বাংলাদেশী সহ দুই দালালকে মুর্শিদাবাদ পুলিশ গ্রেফতার করেছে।
অন্যদিকে, শনিবারই পরিচয় ভাঁড়িয়ে থাকার অপরাধে পার্কস্ট্রিট থানার পুলিশ এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে। কলকাতার অভিজাত মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বাংলাদেশী ওই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, নাম ভাঁড়িয়ে হোটেলে কাজ করছিলেন বাংলাদেশের নাগরিক । তাঁর কাছে একাধিক জাল নথি উদ্ধার করা হয়েছে।
পার্কস্ট্রিট থানার সূত্রে জানা গিয়েছে, মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকছিলেন, নাম ভাঁড়িয়ে কাজ করছিলেন বলে খবর আসে। এরপরেই পার্কস্ট্রিট থানার পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। সেলিম মাতুব্বর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানার পুলিশ। থানায় আনার পর ধৃত ব্যক্তির পরিচয় পত্র যাচাই করে পুলিশ। পুলিশ বুঝতে পারে, সমস্ত নথি জাল। ওই ব্যক্তির কাছ থেকে রবি শর্মা নামের একটি ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে।
পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা তিনি। ২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি। তারপর মিথ্য তথ্য পেশ করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন তিনি। বাংলাদেশ থেকে ভারতে আসার পর সে নতুন নাম নেয় রবি শর্মা। হোটেলের রেজিস্টারে তিনি নিজেকে রাজস্থানের জয়পুরের বাসিন্দা বলে উল্লেখ করেছেন। পুলিশ সূত্রের খবর, গত ২৬ নভেম্বর মধ্য কলকাতার ওই গেস্ট হাউজ থেকে তিনি চলে যান। ওই ব্যক্তি যখন নিজের জিনিস আনতে আসার সময় তাঁকে পার্কস্ট্রীট থানার পুলিশ গ্রেফতার করে।
জানা গিয়েছে, ২০১৩ সালে ওই ব্যক্তি প্রথমবারের জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন। তারপর তিনি বনগাঁয় বেশ কিছুদিন বাস করেন। তারপরেই তিনি জান নথি তৈরির কাজ শুরু করেন।