Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Biman Banerjee: লাঠি নয়, সহমর্মিতা দরকার ছিল” — বিকাশ ভবনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন স্পিকারের
রাজ্য

Biman Banerjee: লাঠি নয়, সহমর্মিতা দরকার ছিল” — বিকাশ ভবনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন স্পিকারের

Email :21

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি (Biman Banerjee)। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ বেআইনি ভাবে বলপ্রয়োগ করে (Biman Banerjee)। আহত হয়েছেন একাধিক শিক্ষক-শিক্ষিকা। অন্যদিকে, পুলিশের পাল্টা দাবি— সরকারি কর্মীরা দফতর ছেড়ে বেরোতে পারছিলেন না, তাই বাধ্য হয়েই ‘ন্যূনতম বলপ্রয়োগ’ করতে হয়েছিল।

এই বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি (Biman Banerjee) বলেন, “পুলিশ আর একটু সংবেদনশীল হতে পারত। তবে তালা ভেঙে ভিতরে ঢোকার কাজটাও ঠিক হয়নি। সেটা আমি সমর্থন করি না।” একইসঙ্গে তিনি (Biman Banerjee) মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী স্বয়ং চাকরিহারাদের পাশে রয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, গত বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। সরকারি কর্মীদের অফিসে আটকে পড়ার অভিযোগ ওঠে। পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, “আগামী ৯ জুন বিধানসভা অচল করে দেওয়া হবে।”
এই হুমকির উত্তরে সংযত কণ্ঠে স্পিকার বলেন, “আগে ৯ তারিখ আসুক, তারপর দেখা যাবে।”

বিক্ষোভের উত্তাপে উত্তপ্ত রাজ্য প্রশাসন ও বিরোধী মহল, কোথায় গিয়ে থামবে এই লড়াই, তার দিকে নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts