বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের জালে এবার ধরা পড়ল এক সময়ের তৃণমূল মন্ত্রীর ঘনিষ্ঠ সহচর। এক কোটি ৪৭ লক্ষ টাকার বিশাল প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রয়াত তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রাজপাল সিংহের প্রাক্তন ব্যক্তিগত সহকারী ধীরাজ সরকারকে (Arrested)। অভিযুক্ত ধীরাজকে শুক্রবার ভোররাতে বিধাননগরের অশ্বিনী নগরের ফয়রা ভবনের বাসভবন থেকে গ্রেফতার করে (Arrested) পুলিশ। বারাসত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
সূত্র অনুযায়ী, গত বুধবার বাগুইআটির বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ধাপে ধাপে তাঁর কাছ থেকে মোট ১ কোটি ৪৭ লক্ষ টাকা নেওয়া হয় একটি বাড়ি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে। ঘটনাস্থল ছিল বিধান নগরের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকা। শুধু তাই নয়, সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করেও ওই অর্থ নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ি না মেলায় টাকা ফেরত চাইলে, ধীরাজ নাকি শুরু করেন প্রাণনাশের হুমকি দেওয়া (Arrested)।
এমন ভয়ংকর পরিস্থিতিতেই শেষমেশ আইনের দ্বারস্থ হন ইন্দ্রজিৎ। বাগুইআটি থানায় তাঁর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয় বিধান নগর গোয়েন্দা শাখার হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এখন তাঁর বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো, এবং জালিয়াতির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে (Arrested)।
আদালতের নির্দেশে আগামী পাঁচ দিন পুলিশি হেফাজতে রেখে ধীরাজ সরকারকে জিজ্ঞাসাবাদ করবে বিধান নগর গোয়েন্দা শাখা। তদন্তকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে।