প্রায় সাড়ে তিন বছরের জেল জীবন কাটিয়ে ঘরে ফেরার পর পার্থ চট্টোপাধ্যায়ের নাম আলোচনায় থাকলেও, এখন সবচেয়ে বেশি নজরে আছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। কোথায় আছেন তিনি, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। জেলের অভিজ্ঞতা শেষে পার্থ মুখ খুলেছেন অর্পিতার প্রসঙ্গে, “লোকের দুই বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না।”
অভিনেত্রী অর্পিতাও (Arpita Mukherjee) পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “উনি তো আমার বন্ধু। যদি উনি আমাকে বান্ধবী ভাবেন, আমি বন্ধু বলেই গ্রহণ করি। বান্ধবী হওয়া অন্যায় নয়। এটি কোনো পরকীয়া নয়।” অর্পিতা আরও জানিয়েছেন, “বয়সের পার্থক্য রয়েছে। যেভাবে আমাদের সম্পর্ককে বিভিন্ন রূপে দেখানো হচ্ছে, তা দুঃখজনক।”
রাজনীতির সঙ্গে পার্থের ফের সংযোগ হবে কি না, তা সময়ই বলবে। অর্পিতার (Arpita Mukherjee) কথায়, “আমরা বন্ধুত্বের ভিত্তিতে রয়েছি। ওঁর রাজনীতি আমাদের সম্পর্কের কারণ নয়। একুশে জুলাই বা চলচ্চিত্র উৎসবের মঞ্চে আমি যাইনি। পার্থর সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের।” তিনি বলেন, পার্থের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এখন শুধু তাঁর পাশে থাকা প্রয়োজন।
গুরুত্বপূর্ণ, ২০২২ সালে অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা ও গয়নাগাটি। অর্পিতা বারবার দাবি করেছেন, এটি তাঁর নয়। তিনি বলেন, “আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই। এটি বিচারাধীন বিষয়। বিচারব্যবস্থার উপর আমার আস্থা রয়েছে।” ২ বছর ৪ মাসের জেল জীবনের অভিজ্ঞতা নিয়েও তিনি শান্তভাবে মন্তব্য করেছেন, “বাংলার একটা মেয়েকে বাড়ি থেকে টেনে তোলা হয়েছে। কারও উপর রাগ নেই। সময়ই সত্যি বলবে।” দু’জনের মুখোমুখি সাক্ষাৎ কবে হবে, তা নিয়েই নজর এখনও সবার।













