Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • হাইকোর্টে বড় স্বস্তি অর্জুন সিংয়ের! অর্ধশতাধিক মামলায় গ্রেফতারিতে রক্ষাকবচ বিজেপি নেতার
রাজ্য

হাইকোর্টে বড় স্বস্তি অর্জুন সিংয়ের! অর্ধশতাধিক মামলায় গ্রেফতারিতে রক্ষাকবচ বিজেপি নেতার

Arjun singh
Email :5

হাইকোর্টে গিয়ে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্তের বেঞ্চ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেফতারিতে রক্ষাকবচ প্রদান করেছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।

হঠাৎ করে এই আইনি রক্ষাকবচের পেছনের কারণ কী? জানা গিয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে গত কয়েক মাসে প্রায় ৫৬টি এফআইআর (FIR) দায়ের হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি মামলা দায়ের হয় সম্প্রতি তাঁর বিতর্কিত রাজনৈতিক মন্তব্য ঘিরে।

সম্প্রতি নেপালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন সিং(Arjun Singh) বাংলার রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। তাঁর মন্তব্য— “নেপালের মতো বাংলাকেও জেগে উঠতে হবে, সরকার ফেলে দিতে হবে।” এরপরই ব্যারাকপুর কমিশনারেটের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

বিজেপি নেতার (Arjun Singh) দাবি, এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং ব্যারাকপুরের সমস্ত থানায় দায়ের হওয়া FIR গুলিকে চ্যালেঞ্জ করেন। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই বিচারপতি শম্পা দত্ত নির্দেশ দেন, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না।

এদিনের নির্দেশ অনুযায়ী, ব্যারাকপুর কমিশনারেটের কোনও থানাই ১০ নভেম্বর পর্যন্ত অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে তদন্তমূলক বা গ্রেফতারমূলক পদক্ষেপ করতে পারবে না। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে— বিতর্কিত মন্তব্যের পর এতগুলো মামলা কেন দায়ের হল, এবং আদালতের এই রায় অর্জুন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যতে কী প্রভাব ফেলবে? বিজেপির শিবিরে এই রায়কে “ন্যায়ের জয়” বলা হলেও, তৃণমূল নেতারা একে “আদালতের ভুল পথে চালিত হওয়া” বলে দাবি করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাইকোর্টের এই রায় অর্জুন সিংয়ের জন্য আপাতত বড় স্বস্তি, কারণ সাম্প্রতিক সময়ে তাঁকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুরের রাজনৈতিক পরিবেশ।

এক সপ্তাহ আগেই অর্জুনের মন্তব্য ঘিরে ব্যারাকপুর, টিটাগর, নৈহাটি-সহ একাধিক থানায় অভিযোগ জমা পড়ে। এমনকি কয়েকটি থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারায় তদন্তের দাবি ওঠে। তবে হাইকোর্টের এই নির্দেশে অন্তত কিছুটা সময় পেলেন বিজেপি নেতা, যাতে তিনি আদালতে নিজের বক্তব্য পেশ করতে পারেন।

এদিকে হাইকোর্টের এই রায় প্রকাশ্যে আসতেই বিজেপি নেতৃত্ব দাবি করেছে, “অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। আদালত ন্যায়বিচার দিয়েছে।” অপরদিকে তৃণমূলের এক নেতার পালটা মন্তব্য, “যে মন্তব্য অর্জুন করেছেন, তা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। জনগণ ও বিচারব্যবস্থা তার জবাব দেবে।”

এখন নজর ১০ নভেম্বরের দিকে— সেদিনই হবে মামলার পরবর্তী শুনানি। আপাতত অর্জুন সিং কিছুদিনের জন্য হলেও ‘নিশ্চিন্ত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts