Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মেয়ের নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ! অনিকেতের বিরুদ্ধে মুখ খুললেন তিলোত্তমার পরিবার
রাজ্য

মেয়ের নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ! অনিকেতের বিরুদ্ধে মুখ খুললেন তিলোত্তমার পরিবার

aniket mahato
Email :5

আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে (Aniket Mahato) ঘিরে এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তিলোত্তমার বাবা-মা। স্পষ্ট ভাষায় তাঁরা জানিয়ে দিয়েছেন, অনিকেত মাহাতোর ডাকে সিজিও কমপ্লেক্স অভিযানে তাঁরা যাবেন না। তাঁদের অভিযোগ, মেয়ের নাম ও মানুষের সহানুভূতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন অনিকেত, যা তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারেন না (Aniket Mahato)।

তিলোত্তমার মা বলেন, অনিকেত (Aniket Mahato) যা করছেন, তা তাঁরা একেবারেই সমর্থন করেন না। তাঁর দাবি, আইনি লড়াইয়ের মাধ্যমে আরজি করেই পোস্টিং পেয়েছিলেন অনিকেত। মামলা জেতার পরেও তিনি বলেছিলেন, আরজি কর নেবেন না। পরে মানুষের কাছে গিয়ে তিনি বলেন, এই সিট ছেড়ে দেওয়ার জন্য তাঁর টাকার প্রয়োজন। তিলোত্তমার মায়ের অভিযোগ, ব্যক্তিগতভাবে তাঁর মেয়ের নাম (Aniket Mahato) করে টাকা চাওয়া হচ্ছে, যা অত্যন্ত আপত্তিকর। তিনি সাফ জানান, সিজিও অফিসে তাঁরা পরে যাবেন, কিন্তু অনিকেতের নেতৃত্বে কোনও আন্দোলনে অংশ নেবেন না।

তিলোত্তমার বাবাও একই সুরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আরজি করের এসআর শিপ ছাড়বেন কি না, সেটা অনিকেতের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তিনি কেস জিতেই ওই পোস্টিং পেয়েছিলেন। মেয়ের নাম ব্যবহার করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

উল্লেখ্য, আরজি করে পোস্টিং নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন অনিকেত মাহাতো। আদালত তাঁর পক্ষেই রায় দেয় এবং ১৪ দিনের মধ্যে পোস্টিং দেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ, সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও কার্যকর পোস্টিং হয়নি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন নিয়ে মতবিরোধের জেরে সংগঠন থেকেও সরে দাঁড়ান অনিকেত। তিনি জানিয়েছেন, আরজি কর থেকে নিজের এসআর শিপ ছেড়ে দিতে চান। তবে সেই ক্ষেত্রে বন্ড ভাঙতে সরকারকে প্রায় ৩০ লক্ষ টাকা দিতে হবে। সেই অর্থ জোগাড় করার জন্য তিনি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে অনিকেত বলেন, সমাজের সকল শুভানুধ্যায়ীদের কাছে তিনি সাহায্য চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts