Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • অনিকেত মাহাতোকে সরানো যাবে না! আদালতের বড় নির্দেশ, রাজ্যের স্যাট তত্ত্ব খারিজ
রাজ্য

অনিকেত মাহাতোকে সরানো যাবে না! আদালতের বড় নির্দেশ, রাজ্যের স্যাট তত্ত্ব খারিজ

aniket mahato
Email :6

কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন অনিকেত মাহাতো (Aniket Mahato) সহ আরও তিনজন জুনিয়র চিকিৎসক। চিকিৎসকদের স্থানান্তর সংক্রান্ত মামলায় রাজ্যের আপত্তি খারিজ করে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়ে দিল, এই মামলার শুনানি হবে হাইকোর্টেই। স্পষ্টভাবে জানানো হয়, এই মামলা স্যটে (SAT) পাঠানোর মতো নয়, বরং আদালতেই চলবে আইনি প্রক্রিয়া।

মামলার মূল বিষয় ছিল— কেন রাজ্য সরকার কেবলমাত্র কয়েকজন নির্দিষ্ট চিকিৎসককে হঠাৎ ট্রান্সফার করল (Aniket Mahato)? এই প্রশ্ন ঘিরেই মামলা দায়ের হয় হাইকোর্টে। রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যেহেতু এই চিকিৎসকদের বেতন সরকার দেয় এবং তারা সরকারি পরিষেবার আওতায়, তাই এই মামলার স্থান হওয়া উচিত স্যটে। তবে আদালত রাজ্যের এই যুক্তিকে একেবারে খারিজ করে দেয়।

জুনিয়র চিকিৎসকদের (Aniket Mahato) তরফে যুক্তি ছিল, তারা সরকারি চাকুরিজীবী নন। তারা কেবলমাত্র চুক্তিভিত্তিকভাবে MD, MS কোর্স করছেন, তাই তাঁদের কোনও রকম সরকারি নিয়োগ প্রক্রিয়ার আওতায় ফেলা যায় না। তার ওপর কোনও সরকারি পদে স্থায়ী নিয়োগ করতে গেলে বিজ্ঞপ্তি দেওয়া বাধ্যতামূলক, যা হয়নি।

বুধবার মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকার যেন দ্বিতীয়বার ভাবে। কারণ এতে আদালতের সময় অপচয় হয় এবং বিচারপ্রক্রিয়া জটিল হয়ে পড়ে। তিনি আরও বলেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতোর (Aniket Mahato) বিরুদ্ধে রাজ্য কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না।

এই রায়ে চিকিৎসক মহলে যেমন স্বস্তির হাওয়া, তেমনই প্রশাসনিক স্তরেও উঠছে নানা প্রশ্ন— কেন এই ট্রান্সফার সিদ্ধান্ত, আর কেনই বা কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজনকে টার্গেট করা হয়েছিল?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts