Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট? ফৌজদারি মামলা ও শোকজ – এবার কোন পথে অমিত মালব্য?
রাজ্য

শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট? ফৌজদারি মামলা ও শোকজ – এবার কোন পথে অমিত মালব্য?

amit malvya
Email :20

পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে বিজেপি নেতা ও আইটি সেলের প্রধান অমিত মালব্যকে (Amit Malvya) পাঠানো হয়েছে শোকজ নোটিস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় মৃত এক নাবালিকার পরিচয় ও ছবি প্রকাশ্যে আনার অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। অভিযোগ, এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ওই নাবালিকার ছবি ব্লার করে দিলেও স্পষ্টভাবে তার পরিচয় চিহ্নিত করা সম্ভব—যা জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৭৪ ধারা লঙ্ঘন করে।

কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানিয়েছেন, “অমিত মালব্য (Amit Malvya) তাঁর এক্স অ্যাকাউন্টে ঘটনাটির উল্লেখ করতে গিয়ে নাবালিকার ছবি দিয়েছেন। তিনি ব্লার করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু ছবিটি দেখেই বোঝা যাচ্ছে কে সেই মেয়ে। তাই আমরা তাঁকে শোকজ নোটিস পাঠিয়েছি।” কমিশনের তরফে জানানো হয়েছে, স্বতঃপ্রণোদিতভাবে এই পদক্ষেপ করা হয়েছে (Amit Malvya) এবং তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির আইটি সেলের প্রধানকে।

কিছুদিন আগেই ক্যানিংয়ের একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক নাবালিকার মৃতদেহ। অমিত মালব্য(Amit Malvya) এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, ওই নাবালিকাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। বাংলায় মেয়েরা কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই পোস্টে একটি ছবি যুক্ত করা হয়, যা আংশিকভাবে ব্লার করা ছিল।

তবে বারুইপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই নাবালিকা বিষাক্ত কিছু খেয়ে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্টে কোনও যৌন হেনস্থার প্রমাণ মেলেনি বলেও স্পষ্ট জানায় পুলিশ। এই ঘটনায় নাবালিকার ছবি যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাদের বিরুদ্ধেও পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে ফৌজদারি মামলা দায়ের করেছে।

এই প্রসঙ্গে কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য, “অমিত মালব্য লিখেছেন যৌন হেনস্থার কথা। সেটি নিয়ে আমরা মন্তব্য করছি না। আমরা পুলিশের রিপোর্ট চেয়েছি। কিন্তু মূল সমস্যা হল, তিনি ছবিটি দিয়েছেন এবং তা দেখে মেয়েটিকে চেনা যাচ্ছে। এটাই আইনভঙ্গ। তাই কমিশন পদক্ষেপ করেছে।”

এই পদক্ষেপ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিরোধী দলের নেতার বিরুদ্ধে বলেই কি কমিশনের এত সক্রিয়তা? জবাবে তুলিকা দাস বলেন, “আমরা স্বশাসিত সংস্থা। আমরা কোনও রাজনৈতিক রং দেখে কাজ করি না। সন্দেশখালি হোক বা লোকসভা নির্বাচনের সময় শিশু ব্যবহারের অভিযোগ—সবক্ষেত্রেই একইভাবে শোকজ নোটিস পাঠিয়েছি। এবারও একই নীতি মেনেই আমরা পদক্ষেপ করেছি।”

এখন দেখার বিষয়, এই শোকজ নোটিসের জবাবে কী বলেন বিজেপি নেতা অমিত মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts