Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৬০০ টাকা মজুরি না হলে আন্দোলন চলবে! ধর্মঘটে ফের চাপে কেন্দ্র সরকার, উত্তাল বাম নেতৃত্ব
রাজ্য

৬০০ টাকা মজুরি না হলে আন্দোলন চলবে! ধর্মঘটে ফের চাপে কেন্দ্র সরকার, উত্তাল বাম নেতৃত্ব

jadavpur
Email :2

১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে মঙ্গলবার রাজ্যজুড়ে দেখা গেল বিক্ষিপ্ত উত্তেজনা ও অশান্তির ছবি (All India Strike)। হুগলি, ইছাপুর, বারাসত, জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণ কলকাতার যাদবপুর—প্রায় সর্বত্রই রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ধর্মঘট সমর্থকেরা। কোথাও ট্রেন অবরোধ, কোথাও আবার আগুন জ্বালিয়ে রাস্তায় বসে পড়লেন আন্দোলনকারীরা (All India Strike)।

সবচেয়ে উত্তপ্ত চিত্র দেখা গেল যাদবপুর এলাকায় (All India Strike)। সকাল হতেই ৮বি বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন ধর্মঘটীরা। এরপর বিশাল মিছিল এসে ঢুকে পড়ে যাদবপুর স্টেশনে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে দৌড়ে চলে যান ২ নম্বরে। সেখানে ওঠে তীব্র স্লোগান। তাঁরা দাবি জানান, ন্যূনতম দৈনিক ৬০০ টাকা মজুরি ও ২৬,০০০ টাকা মাসিক বেতন কার্যকর করতে হবে (All India Strike)। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা জানান, একাধিকবার দাবি জানানো সত্ত্বেও কোনও সাড়া মেলেনি, উলটে চাপিয়ে দেওয়া হয়েছে ‘নতুন শ্রম কোড’ (All India Strike)।

পাশাপাশি উত্তপ্ত হয়ে ওঠে হুগলিও। হাওড়াগামী ব্যান্ডেল লোকাল থামিয়ে রেখে বিক্ষোভ দেখানো হয় ট্র্যাকের উপর। ইছাপুরেও কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শেষে পুলিশের তৎপরতায় অবরোধ উঠে যায়।

উত্তর ২৪ পরগনার বারাসত, পুরশুড়া সহ একাধিক এলাকায় রাস্তায় বসে পড়েন বাম সমর্থকেরা। বীরভূমে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন ধরিয়ে চলে প্রতিবাদ। জলপাইগুড়িতে ধর্মঘটের নামে বাস আটকে বিক্ষোভ দেখানোয় গ্রেফতার হন একাধিক আন্দোলনকারী।

অন্যদিকে সকাল সাতটায় তারকেশ্বরের তালপুর স্টেশনে তারকেশ্বর-আরামবাগ ট্রেন অবরোধ করেন কৃষক ক্ষেতমজুর সংগঠনের সদস্যরা। প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

পুলিশ সকাল থেকেই ছিল কড়া তৎপরতায়। কোথাও কোথাও মাইকিং, কোথাও আবার সরাসরি হস্তক্ষেপ করে অবরোধ তুলে দেয় প্রশাসন।

এদিনের বনধে অংশ নেওয়া সংগঠনগুলির বক্তব্য, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর সরকারের তরফে স্পষ্ট বার্তা—জোর করে গণপরিবহন ব্যাহত করলেই নিতে হবে আইনানুগ ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts