Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • কয়েকদিন ধরেই জ্বরে কাহিল, এবার শ্বাসকষ্টে বেসরকারি হাসপাতালে অগ্নিমিত্রা
রাজ্য

কয়েকদিন ধরেই জ্বরে কাহিল, এবার শ্বাসকষ্টে বেসরকারি হাসপাতালে অগ্নিমিত্রা

agnimitra paul 1
Email :1

কলকাতার রাজনীতির ময়দানে হঠাৎই উদ্বেগ! শ্বাসকষ্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে (Agnimitra Paul)।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন অগ্নিমিত্রা। বুধবার আসানসোলে একাধিক রাজনৈতিক কর্মসূচি শেষে কলকাতায় ফেরার পথে হঠাৎ শরীর খারাপ হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সন্ধ্যাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও গুরুতর অসুস্থ হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন (Agnimitra Paul)। তাঁর অবস্থা জটিল হওয়ায় পরে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছিলেন তিনি। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

এই ধরনের ঘটনায় বড় নেতাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে হাসপাতালেই সঠিক চিকিৎসা পাওয়ার কারণে তাঁদের দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি (প্রস), তবে অন্যদিকে বারবার অসুস্থ হওয়া দেখাচ্ছে যে অতিরিক্ত চাপ, অনিয়মিত জীবনযাপন এবং কর্মসূচির চাপ নেতাদের শারীরিক সমস্যাকে আরও জটিল করে তুলছে (Agnimitra Paul) (কনস)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts