Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ঘাম-ধোঁয়ার দিন শেষ! পুরোটাই এসি, দরজা খুলবে অটোমেটিক! ১০ অগস্ট থেকে আসছে নতুন লোকাল বিপ্লব
রাজ্য

ঘাম-ধোঁয়ার দিন শেষ! পুরোটাই এসি, দরজা খুলবে অটোমেটিক! ১০ অগস্ট থেকে আসছে নতুন লোকাল বিপ্লব

AC Local train
Email :10

শেষমেশ অপেক্ষার অবসান! বহু প্রতীক্ষার পর আসতে চলেছে পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন (AC Local)। ঘোষণা হয়েছিল আগেই, আর এবার জানা গেল নির্দিষ্ট দিনক্ষণও। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা যাচ্ছে, কোনও রকম পরিবর্তন না হলে আগামী ১০ আগস্ট উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল (AC Local)। রাজ্যের দুই কেন্দ্রীয় মন্ত্রী—সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর—এই বিশেষ লোকাল ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

এই এসি লোকাল (AC Local) ট্রেন পশ্চিমবঙ্গ তথা গোটা পূর্ব ভারতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। ট্রেনের প্রতিটি কোচই সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। শুধু তাই নয়, যাত্রীদের আরাম এবং সুরক্ষার কথা মাথায় রেখেই নির্মাণে ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিল, যা একে আরও মজবুত করে তুলেছে।

এই নতুন এসি লোকালের (AC Local) ভিতরের পরিকাঠামোও নজরকাড়া। অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় এই ট্রেনের ভেতরে যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেক বেশি জায়গা থাকছে। যাত্রীরা সহজেই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়াতে পারবেন, ফলে ভিড়ের চাপ কিছুটা হলেও কমবে। প্রতিটি কোচের সঙ্গে অন্য কোচ জোড়া থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে-র মাধ্যমে। এর ফলে চলন্ত ট্রেনেই যাত্রীরা নির্বিঘ্নে এক কোচ থেকে অন্য কোচে যাতায়াত করতে পারবেন।

আরও অত্যাধুনিক ফিচার থাকছে এই ট্রেনে। প্রতিটি কোচেই থাকবে অটোমেটিক স্লাইডিং ডোর, যা সম্পূর্ণভাবে চালনা করবেন ড্রাইভার নিজে। সুরক্ষার কথা মাথায় রেখে জানালাগুলিতেও থাকছে ডাবল সিল করা কাচ, যা শব্দ ও তাপ প্রতিরোধে সাহায্য করবে। আপাতত এই এসি লোকাল থাকবে ১২ কোচের।

এই বিশেষ লোকাল ট্রেন চালু হলে হাজার হাজার যাত্রীর দৈনন্দিন যাতায়াত অভিজ্ঞতা বদলে যাবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts