বাংলার রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়ল SIR নিয়ে। রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার SIR প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়, আর তার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার তিনি বলেন, “সাংসদ হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি— আজ নয় কাল, সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব। মানুষের কাছে জবাবদিহি করতেই হবে।”
অভিষেকের (Abhishek Banerjee) বিস্ফোরক বক্তব্যে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। তাঁর অভিযোগ, “আপনি ২০০২ সালে দুই বছর ধরে SIR করেছিলেন। এখন কী জাদুকাঠি পেয়েছেন যে দুই মাসেই দু’বছরের কাজ শেষ করছেন?” তিনি তীব্র কটাক্ষ করে বলেন, “কেন্দ্র যদি এত জাদুকরী ব্যবস্থা রাখে, তবে বাংলার বকেয়া পাওনা একদিনেই মিটিয়ে দিন। কিন্তু মানুষকে সাহায্য করার সময় ওদের জাদুকাঠি গায়েব হয়ে যায়!”
অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, “বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন নির্বাচন কমিশন। আপনারা রাজনৈতিক দলের হয়ে নয়, মানুষের হয়ে কাজ করার শপথ নিয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, কমিশনই যেন বিজেপির সহকারী সংস্থা।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনার হাতে থাকা সমস্ত তথ্য, সমস্ত প্রমাণ সময়মতো মানুষের সামনে তুলে ধরব। এখনই সব বলছি না, কিন্তু মানুষ জানবে।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার SIR হয়েছিল ২০০২ সালে, তাই এবার সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই কাজ এগোচ্ছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০০২ সালের তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের নতুন করে কোনও নথি দিতে হবে না। শুধু ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম বা মা-বাবার নামের সঙ্গে ‘ম্যাচিং’ প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে। তবে যাঁদের নাম নেই, তাঁদের প্রমাণপত্র দিয়ে নাম তুলতে হবে।
SIR নিয়ে এমন রাজনৈতিক অস্থিরতার আবহে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তীব্র বার্তা কার্যত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্যে শুধু নির্বাচন কমিশন নয়, সরাসরি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
রাজ্যজুড়ে এখন একটাই আলোচনা— “অভিষেকের হুঁশিয়ারি, জ্ঞানেশের জবাব কী?”
SIR প্রক্রিয়ার এই উত্তাপ যে আগামী দিনে বাংলার রাজনীতিকে আরও উত্তেজিত করে তুলবে, তা বলাই যায়।











