Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বোমা ফাটালেন অভিষেক! বিধানসভা ভোটের আগে তৃণমূলে মেগা রদবদল শুরু
রাজ্য

বোমা ফাটালেন অভিষেক! বিধানসভা ভোটের আগে তৃণমূলে মেগা রদবদল শুরু

abhishek banerjee a
Email :11

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনে বড়সড় রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রে জানা যাচ্ছে, আসছে সোমবার থেকেই শুরু হতে চলেছে একগুচ্ছ জেলাওয়ারি মেগা বৈঠক। বৈঠক হবে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে (Abhishek Banerjee)।

এই বৈঠকগুলিতে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম মুখ প্রতীক জৈন। মূল লক্ষ্য—তৃণমূলের ব্লক স্তরের সংগঠনে ‘ছুরি-কাঁচি’ চালিয়ে একেবারে তৃণমূল স্তর থেকে দলকে পুনর্গঠন করা (Abhishek Banerjee)।

সূত্রের খবর, এই বৈঠকেই চূড়ান্ত হবে জেলার ব্লক সভাপতি পদে কারা থাকবেন, কারা বাদ যাবেন। ইতিমধ্যেই আইপ্যাকের তরফে বিভিন্ন জেলার ব্লক সভাপতি সংক্রান্ত সমীক্ষা তৈরি করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই জেলা নেতৃত্ব, বিধায়ক ও অন্যান্য নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হবে (Abhishek Banerjee)। প্রার্থী না হলেও দলের প্রভাবশালী নেতারা বৈঠকে আমন্ত্রিত। লক্ষ্য একটাই—আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছেড়ে না দেওয়া।

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকের তাৎপর্য বিশাল। ২০২২ সালেও একই রকম জেলাওয়ারি বৈঠকের আয়োজন করেছিলেন অভিষেক। সেই সময়ও সংগঠনের বড় রদবদল হয়েছিল, যার প্রভাব পড়েছিল পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে। এবার বিধানসভা ভোটের আগে দলীয় কাঠামোয় নতুন করে রূপদান করতে চাইছে তৃণমূল।

তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করছেন, যে সমস্ত ব্লকে সংগঠন দুর্বল, সেখানে নতুন মুখ, কর্মঠ ও প্রভাবশালী নেতাদের আনতেই এই বৈঠকের আয়োজন। সেই সঙ্গে জেলা ও ব্লক নেতৃত্বের মধ্যে সমন্বয় তৈরির বার্তাও দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ‘রূপান্তর প্রকল্প’ কার্যকর হলে, তা বিরোধীদের জন্য যথেষ্ট অস্বস্তিকর হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

২০২৬ সালে ফের বাংলার মসনদে ফিরে আসার লক্ষ্যেই তৃণমূল এখন চাইছে সংগঠনের প্রতিটি স্তরকে মজবুত করা। আর তাই অভিষেকের নেতৃত্বে এই বৈঠক হয়ে উঠেছে দলের ভবিষ্যৎ রণকৌশলের প্রাথমিক ধাপ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts