দেশজুড়ে এখন SIR (ভোটার পরিমার্জন প্রক্রিয়া) নিয়ে আলোচনা তুঙ্গে। কিন্তু বাংলায় SIR হবে কি না, সেই প্রশ্ন এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় বিতর্ক। তৃণমূল কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে, তারা এই ভোটার পরিমার্জনের বিপক্ষে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট বলেছেন—বাংলায় যদি একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, SIR ইস্যুকে তৃণমূল এখন বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আবারও সাংবাদিকদের বলেছেন—মানুষ যদি না চায়, তাহলে কমিশনকে পিছু হটতে হবে। এছাড়া দল সাংগঠনিকভাবে বড় আকারে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
অনেকে মনে করছেন, যেভাবে কৃষি বিল ও এনআরসি’র বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন হয়েছিল, ঠিক সেই রকম জনআন্দোলন গড়ে তুলতে চাইছে তৃণমূল (Abhishek Banerjee)। সূত্র বলছে, ইতিমধ্যেই ব্লক ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি করতে নির্দেশ দিয়েছেন অভিষেক। সুপ্রিম কোর্টে যদি রায় অনুকূলে না আসে, তবে তৃণমূল রিভিউ পিটিশন দাখিল করতে পারে।
SIR নিয়ে প্রথম প্রতিবাদের ডাক এসেছিল একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেও বিরোধী দলগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলেন অভিষেক। এবার আন্দোলন আরও বড় হলে তৃণমূল কয়েকটি মূল দাবি সামনে রাখতে পারে—
ভোটার তালিকা সম্পূর্ণ ডিজিটাল করা, প্রাক্তন সিইও রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর করা, শুধু নির্বাচনের মুখে থাকা রাজ্যে কেন SIR—এই প্রশ্ন তোলা, এবং কেন্দ্র রাজ্যের উপর জোর করে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না—এই বার্তা দেওয়া।