Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ২১ জুলাই ইতিহাস গড়তে চলেছে! রেকর্ড ভিড়, ধর্মতলায় রুদ্ধশ্বাস মুহূর্তের অপেক্ষা!
রাজ্য

২১ জুলাই ইতিহাস গড়তে চলেছে! রেকর্ড ভিড়, ধর্মতলায় রুদ্ধশ্বাস মুহূর্তের অপেক্ষা!

21 july
Email :3

আগামীকাল, ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশঙ্কা করছে প্রশাসন (21 July)। সেই অনুযায়ী, কলকাতা পুলিশ ও পুরসভা সবদিক থেকে প্রস্তুতি চূড়ান্ত করেছে। আদালতের নির্দেশ মেনেই এবারের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ (21 July)।

২১ জুলাই (21 July) তৃণমূলের কর্মী-সমর্থকদের কাছে নিছক একটি তারিখ নয়, বরং আবেগ, ঐতিহ্য আর সংগ্রামের দিন। সেই আবেগেই প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান ধর্মতলায়। এবারও ব্যতিক্রম নয়। কোন সময় কত জন মানুষ শহরে প্রবেশ করবেন, তা নিয়ে রীতিমতো চিন্তায় কলকাতা পুলিশ (21 July)।

যদিও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে শহিদ দিবসের (21 July) সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, তবু এবার কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। আজ শহরে মোতায়েন থাকছে সাড়ে চার হাজার পুলিশ কর্মী। তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা হচ্ছে গোটা ধর্মতলা চত্বর। মূল মঞ্চকে চিহ্নিত করা হয়েছে ‘ভিভিআইপি জোন’ হিসেবে, যেখানে দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার স্তরের আধিকারিকরা।

সেইসঙ্গে থাকছেন ৩০ জন ডিসি, ৭০ জন এসি এবং প্রায় ১৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক, যারা গোটা চত্বর জুড়ে নজরদারি চালাবেন।

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট—শিয়ালদহ, হাওড়া, শ্যামবাজার, গিরিশ পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে একাধিক মিছিল ধর্মতলার দিকে রওনা দেবে (21 July)। প্রতিটি মিছিলে থাকবে একজন এসি ও একজন ইন্সপেক্টরের নেতৃত্বে এসকর্ট টিম। শহরের ৩২টি জায়গায় বসানো হয়েছে হেল্প ডেস্ক। পাশাপাশি, একাধিক ওয়াচ টাওয়ার ও কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

ধর্মতলা চত্বরে সিসিটিভি নজরদারি তো আছেই, তার সঙ্গে এবার আরও অতিরিক্ত ক্যামেরা লাগানো হয়েছে। লালবাজারে তৈরি হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। জরুরি পরিস্থিতির জন্য থাকছে মেডিক্যাল ক্যাম্প ও কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স।

নিত্যযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে চালু করা হয়েছে দুটি মোবাইল নম্বর—৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০। এছাড়া আছে টোল ফ্রি নম্বর ১০৭৩।

১২টি রেডিও ফ্লাইং স্কোয়াড, পর্যাপ্ত পিসিআর ভ্যান, জলপথে নজরদারি, বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরি বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, শহরজুড়ে আকাশ ভ্রুকুটি দেখাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাই অতিরিক্ত সতর্কতায় প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভাও।

নিকাশি দফতর চিহ্নিত করেছে ১০টি জল জমার স্পট। সেখানে রাখা হয়েছে গালিপিট এমটিয়ার, ব্লো ভ্যাক ও জেড কাম সাকশন মেশিন। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহম্মদ আলি পার্ক, ইডেন হাসপাতাল, বি বি গাঙ্গুলি স্ট্রিট, চাঁদনি মেট্রো, ভিক্টোরিয়া হাউস সহ একাধিক জায়গায় লাগানো হয়েছে এই জল নিষ্কাশনের যন্ত্রপাতি।

সভা শেষ হওয়ার পর দ্রুত শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার দায়িত্ব নেবে পুরসভার কর্মীরা।

এখন নজর শহরবাসীর—তৃণমূলের ২১ জুলাই সভা কতটা সফল হয়, আর প্রশাসনের নিরাপত্তা বলয় কতটা কার্যকর হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts