Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নেতা-মন্ত্রীর মাঝে টিভি তারকারা! সাদা শাড়ি আর কুর্তিতে নজর কাড়লেন দেবলীনা-তৃণা! দেখুন রূপালি মঞ্চের পিছনের বাস্তব!
রাজ্য

নেতা-মন্ত্রীর মাঝে টিভি তারকারা! সাদা শাড়ি আর কুর্তিতে নজর কাড়লেন দেবলীনা-তৃণা! দেখুন রূপালি মঞ্চের পিছনের বাস্তব!

21 july celebraties
Email :108

২১ জুলাই (21 July) শহিদ দিবস ঘিরে আজ ধর্মতলা পরিণত হয়েছে চাঁদের হাটে। রাজনীতির মঞ্চে যেমন ভিড় জমিয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা, তেমনই নজর কেড়েছেন বাংলা টেলিভিশন ও সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রীরা।

ধর্মতলার (21 July) জমজমাট পরিস্থিতিতে আজ দুপুরে এক ফ্রেমে ধরা দিলেন বিধায়ক দেবাশিস কুমারের কন্যা ও অভিনেত্রী দেবলীনা কুমার এবং ছোটপর্দার পরিচিত মুখ তৃণা সাহা। দেবলীনা পরেছিলেন সাদা শাড়ি, আর তৃণা এসেছিলেন একটি সাদামাটা কিন্তু আকর্ষণীয় কুর্তিতে (21 July)। দুই তারকাই জানালেন, তাঁরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।

অভিনেত্রী তৃণা সাহা বলেন, “প্রতিবছরই ২১ জুলাইয়ের (21 July)জন্য আমরা অপেক্ষা করি। এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটা আবেগ, এটা বিশ্বাস। আমরা দিদিকে সমর্থন করতে এসেছি। ওনার কাছ থেকে সব সময় কিছু ইতিবাচক ও ভালো বার্তাই পাই, সেটারই প্রত্যাশা নিয়ে এসেছি।”

অন্যদিকে, দেবলীনা কুমার জানান, “অনেক বছর ধরেই ২১ জুলাইয়ের (21 July) সমাবেশে আসি। আগে কেউ চিনত না, এখন মানুষ চেনেন বলে একটু আলাদা করে নজর যায়, কিন্তু আমি বহুদিন ধরে এই আবেগের সঙ্গে জড়িয়ে আছি।”

এদিকে ইতিমধ্যেই ধর্মতলায়  এসে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে, মাটিতে মাথা ঠেকিয়ে শ্রদ্ধা জানান তিনি। বাড়ি থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য ঘিরেই এখন উৎসুক ধর্মতলা চত্বর। সবাই অপেক্ষা করছেন, আজকের দিনে মুখ্যমন্ত্রীর কণ্ঠ থেকে উঠে আসবে কোন বার্তা—তা নিয়েই তুঙ্গে কৌতূহল।

আজকের ২১ জুলাই শুধু রাজনৈতিক নয়, এক আবেগঘন মিলনমেলায় রূপ নিয়েছে ধর্মতলার রাজপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts