Shopping cart

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • “গাড়ির প্রতি কোনও ভালোবাসা নেই এই দেশের নেতাদের!”—ভাইরাল হল দিল্লির যুবকের আবেগঘন পোস্ট
ভাইরাল

“গাড়ির প্রতি কোনও ভালোবাসা নেই এই দেশের নেতাদের!”—ভাইরাল হল দিল্লির যুবকের আবেগঘন পোস্ট

16 year old car
Email :8

দিল্লিতে পুরনো গাড়িতে জ্বালানি ভরাতে নিষেধাজ্ঞা জারি করায় চরম ক্ষোভে ফেটে পড়েছেন বহু নাগরিক (Viral post)। এমনই একজন শিবরতন ধিলোঁ, যিনি নিজের বাবার ১৬ বছরের পুরনো মার্সিডিজ গাড়ি নিয়ে ‘X’ (সাবেক টুইটার)-এ একটি আবেগঘন পোস্ট করে ভাইরাল হয়ে যান। দিল্লি সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নের কথা বলে পুরনো পেট্রোল ও ডিজেলচালিত গাড়িগুলোর রিফুয়েলিং বন্ধ করে দেয় (Viral post)।

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ক্যামেরা বসিয়ে পুরনো গাড়ি ধরা পড়লেই সেগুলিকে বাজেয়াপ্ত বা স্ক্র্যাপ করার নির্দেশ দেয় প্রশাসন (Viral post)। যদিও অনেকেই দাবি করছেন, তাদের গাড়িগুলি নিয়মিত পলিউশন টেস্টে পাশ করে এবং ভালো অবস্থায় রয়ে গেছে—তবুও সেগুলিকে রাস্তায় নামানোই বিপজ্জনক হয়ে পড়েছে (Viral post)।

শিবরতন ধিলোঁ তাঁর বাবার ১৬ বছরের পুরনো Mercedes E280 V6-এর ছবি শেয়ার করে লিখেছেন (Viral post), “এই গাড়িটা এখনও অনেক তথাকথিত আধুনিক গাড়ির চেয়ে ভালো পারফর্ম করে। প্রতিটি বোতাম কাজ করে, আর ইঞ্জিন? এখনও ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা তোলে মাত্র ৬–৭ সেকেন্ডে। কোনও পলিউশন নেই, কোনও ঝামেলা নেই। তবুও এই গাড়িকে ‘ভিনটেজ স্ক্র্যাপ’ ঘোষণা করতে বাধ্য হচ্ছি, কারণ এমন দেশে থাকি যেখানে রাজনীতিকদের গাড়ির প্রতি কোনও ভালোবাসা নেই! আমি সরকারের চ্যালেঞ্জ নিচ্ছি—প্রমাণ করুক, এটা দূষণ করে। পারবে না, তবুও জরিমানা করবে!”

এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং বহু মানুষ নিজের অভিজ্ঞতা শেয়ার করে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন।

তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার মাত্র দু’দিন পরই তা স্থগিত করা হয়। দিল্লির পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিংহ সিরসা জানান, “দিল্লির মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে পুরনো গাড়িগুলোকে মনমাফিকভাবে বাজেয়াপ্ত করা হবে না। আমরা পুরনো গাড়ি হঠাৎ করে আটকে নেওয়ার অনুমতি দেব না। তবে একইসঙ্গে দিল্লিতে দূষণ রোধে আমাদের প্রতিশ্রুতি অটুট থাকবে।”

এই ঘটনায় একদিকে গাড়িপ্রেমী ও সাধারণ মানুষ ক্ষুব্ধ, অন্যদিকে পরিবেশ রক্ষার প্রয়োজনে কড়া পদক্ষেপের পক্ষে মত দিচ্ছে প্রশাসন। প্রশাসনের তরফে ভবিষ্যতে আরও “স্মার্ট” ও “জনমুখী” পদ্ধতির কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts