বিশ্বাস করা কঠিন, কিন্তু ঘটনা সত্যি—একই হাসপাতালের ১৪ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা (Viral News)! এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে আমেরিকার উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতাল-এ (Viral News)। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই অদ্ভুত অথচ মিষ্টি খবরটি জানিয়েছে (Viral News)।
১৪ জন নার্সের একসঙ্গে গর্ভবতী হওয়া কোনও পরিকল্পিত ঘটনা নয়, কিন্তু এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসির রোল। কেউ লিখছেন—“সবাই একসাথে ম্যাটারনিটি লিভে গেলে, হাসপাতাল চালাবে কে?”
এই খবর সামনে আসে আমেরিকার মাদার্স ডে এবং ন্যাশনাল নার্স উইক (৬-১২ মে)-এর সময়। হাসপাতালের এক কর্তা জানান, বেশ কয়েকজন নার্সের প্রসবের তারিখ ঠিক করে দেওয়া হয়েছে এবং নিয়মিত চেকআপ চলছে। কেউ প্রথমবার মা হচ্ছেন, আবার কেউ আগেও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম পেজ Male Spouses এই খবরটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে হাস্যকর, মজাদার এবং শুভেচ্ছায় ভরে যায়।