বেঙ্গালুরু শহরে এক অটোচালকের সঙ্গে এক দম্পতির তীব্র বাগ্বিতণ্ডার একটি ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে (Couple Viral Video)। সেই ভিডিওকে ঘিরে তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র। ফুটেজে দেখা যাচ্ছে এক নারী অটোচালকের সঙ্গে রীতিমতো চিৎকার করে ঝগড়া করছেন, আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ সব কিছু দেখছেন নীরবে (Couple Viral Video)।
ভিডিওতে (Couple Viral Video) ওই মহিলা হিন্দিতে অশালীন ভাষায় অটোচালককে অপমান করেন এবং তাঁর সামাজিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন। এর পাশাপাশি কর্ণাটকের স্থানীয় ভাষা নিয়েও কটু মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। এই ভাষা ও মন্তব্য ঘিরেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে ঠিক কী কারণে এই ঝগড়া শুরু হয়েছিল, তা ওই ভিডিও (Couple Viral Video)থেকে স্পষ্ট বোঝা যায়নি। একটি সংবাদমাধ্যম এই ভিডিওর সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করতে পারেনি বলেও জানা গিয়েছে।
প্রথম ভিডিও ভাইরাল হওয়ার কিছু সময়ের মধ্যেই আর একটি দ্বিতীয় ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি—যিনি নিজেকে স্থানীয় ভাষার পক্ষে আন্দোলনকারী বলে দাবি করেন—ওই দম্পতির কাছে গিয়ে তাঁদের আচরণের জন্য ক্ষমা চাইতে বলেন। শুধু অটোচালকের কাছেই নয়, গোটা কর্ণাটকের মানুষের কাছেও ক্ষমা চাওয়ার অনুরোধ জানান তিনি।
এই দ্বিতীয় ভিডিওতেই দেখা যায়, দম্পতি প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করছেন। পুরুষটি বলেন, সকালে অটোচালকের সঙ্গে তাঁদের ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি খুব গুরুতর ছিল না। একটি ভুল থেকেই এই সমস্যা তৈরি হয়েছিল। তিনি আরও জানান, যত দিন তাঁরা এই রাজ্যে থাকবেন, তত দিন স্থানীয় ভাষা শেখার চেষ্টা করবেন।
এই ঘটনার পর বেঙ্গালুরুতে ভাষা, সম্মান এবং সামাজিক আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। নতুন কোনও তথ্য সামনে এলে এই ঘটনায় আরও মোড় নিতে পারে বলেই মনে করছেন অনেকে।













