ভারতের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS) এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। চলতি অর্থবর্ষের মধ্যেই সংস্থাটি তাদের বিশ্বব্যাপী কর্মীবাহিনীর ২ শতাংশ, অর্থাৎ প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে বলে সংস্থার (TCS) তরফে নিশ্চিত করা হয়েছে।
জুন মাসের শেষের পরিসংখ্যান অনুযায়ী, টিসিএসে (TCS) বর্তমানে ৬ লক্ষ ১৩ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। তারই ২ শতাংশ মানে প্রায় ১২ হাজার কর্মীকে সংস্থা থেকে বাদ দেওয়া হবে। সূত্রের খবর, এই ছাঁটাই মূলত জুনিয়র বা প্রবেশ পর্যায়ের কর্মীদের উপর নয়, বরং মধ্য ও উচ্চ স্তরের অভিজ্ঞ কর্মীদের উপরই কোপ পড়তে চলেছে (TCS)।
এই বড়সড় সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার। সংস্থার বিভিন্ন স্তরে এখন জোরকদমে AI প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই এতে কিছু কিছু কর্মীর প্রয়োজন ফুরিয়েছে বলেই মনে করছে টিসিএস। যদিও সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন সরাসরি AI-কে দায়ী করতে নারাজ। তিনি জানিয়েছেন, এই ছাঁটাই ধীরে ধীরে ও পরিকল্পিতভাবে করা হবে এবং যারা এই প্রক্রিয়ায় চাকরি হারাবেন, তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য যথাযথ সহায়তা করা হবে।
কৃতিবাসন আরও জানিয়েছেন, টিসিএসের এইচআর পলিসি অনুযায়ী ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে। কর্মীদের অন্য সংস্থায় আবেদন করার সুযোগ দেওয়া হবে, এমনকি সুপারিশের ব্যবস্থাও থাকবে। তাদের জন্য বিমা কভারও বাড়ানো হতে পারে এবং প্রয়োজনে কাউন্সেলিং-এর ব্যবস্থাও থাকবে যাতে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত না হন।
এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে এক বড় ধাক্কা, বিশেষ করে এমন সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর আশঙ্কা দিন দিন বাস্তব হয়ে উঠছে।