আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতার মাঝেই নতুন করে চাপে ভারতীয় অর্থনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন, যার প্রভাব নিয়ে দুশ্চিন্তা বাড়ছে দিল্লি ও মুম্বইয়ের নীতি নির্ধারকদের মধ্যে। ইতিমধ্যেই গতকাল মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমেছে ১৬ পয়সা। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে রেপো রেট ৫.৫ শতাংশেই থাকছে (RBI)।
বুধবার আর্থিক নীতি কমিটির (এমপিসি) বৈঠকের পর এই ঘোষণা করেন আরবিআই (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা জারি রয়েছে এবং এমপিসি বিষয়টির উপর নজর রাখছে (RBI) । যদিও ভূ-রাজনৈতিক অস্থিরতা কিছুটা এড়ানো গেলেও আন্তর্জাতিক বাণিজ্য এখন বড় চ্যালেঞ্জের মুখে। তবুও তাঁর দাবি, মার্কিন শুল্কের প্রভাব ভারতীয় অর্থনীতিতে খুব একটা বড় হবে না (RBI) ।
রেপো রেট অপরিবর্তিত থাকায় স্বস্তি পেয়েছেন ঋণগ্রহীতারা। কারণ, রেপো রেট বেড়ে গেলে সাধারণত বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের সুদের হারও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমে এই সিদ্ধান্ত গৃহঋণের চাহিদা বাড়াবে এবং রিয়েল এস্টেট বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আরবিআই। প্রথম কোয়ার্টারে এই হার ৬.৫ শতাংশ, দ্বিতীয় কোয়ার্টারে ৬.৭ শতাংশ, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে যথাক্রমে ৬.৬ ও ৬.৩ শতাংশ থাকার সম্ভাবনা। সঞ্জয় মালহোত্রা জানান, চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে খুচরো মুদ্রাস্ফীতি ৪ শতাংশের সামান্য উপরে থাকতে পারে। তাঁর মতে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মাঝেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত থাকবে।