Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তীব্র সমালোচনার পর সিদ্ধান্ত বদল—আইসিআইসিআই ব্যাংকের নতুন ন্যূনতম ব্যালান্স কত জানেন?
ব্যবসা

তীব্র সমালোচনার পর সিদ্ধান্ত বদল—আইসিআইসিআই ব্যাংকের নতুন ন্যূনতম ব্যালান্স কত জানেন?

ICICI Bank
Email :3

শহরাঞ্চলের গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালান্স বা মিনিমাম ব্যালান্স ৫০,০০০ টাকা করার ঘোষণা করেছিল আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়। সাধারণ গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন মহল এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। অনেকে বলেন, এত বড় অঙ্কের টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখা অনেকের পক্ষেই সম্ভব নয় (ICICI Bank)।

দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআই (ICICI Bank) অবশেষে গ্রাহকদের চাপে সিদ্ধান্ত বদল করল। শহরাঞ্চলের জন্য নতুন ন্যূনতম ব্যালান্স ধরা হলো ১৫,০০০ টাকা। আগে এই অঙ্ক ছিল ১০,০০০ টাকা, যা হঠাৎ করেই ৫০,০০০ করা হয়েছিল। এবার তা অনেকটাই কমানো হলো।

সেমি-আর্বান বা আধা-শহর এলাকার গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালান্স ২৫,০০০ টাকা থেকে কমিয়ে করা হলো ৭,৫০০ টাকা (ICICI Bank)। গ্রামীণ এলাকার জন্য প্রথমে ১০,০০০ টাকা রাখার নিয়ম করা হয়েছিল, কিন্তু নতুন নিয়মে তা কমিয়ে ২,৫০০ টাকা করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ২০২০ সালেই ন্যূনতম ব্যালান্স রাখার নিয়ম তুলে দিয়েছে। বর্তমানে বেশিরভাগ ব্যাংকেই ন্যূনতম ব্যালান্সের অঙ্ক ২,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে।

আইসিআইসিআই ব্যাংক জানিয়েছিল, চলতি মাসের শুরু থেকে, অর্থাৎ ১ আগস্ট বা তার পর যে গ্রাহকরা নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, তাঁদের জন্যই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। প্রথমে বলা হয়েছিল, ৫০,০০০ টাকা না রাখলে গ্রাহকদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। আর সেই ঘোষণাই বড় বিতর্কের জন্ম দিয়েছিল, যা শেষমেশ ব্যাংককে নিয়ম শিথিল করতে বাধ্য করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts